Advertisment

২২ জুলাই বেলায় উচ্চ মাধ্যমিকের ফল! ২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট

WBCHSE Class 12 Exam Results 2021: ২৩ জুলাই ১১ টার পর পর্ষদ ওয়েবসাইট থেকে মিলবে মার্কশিট। এমনটাই সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
WBJEE 2022

ফাইল ছবি।

HS Result 2021: শেষ সাংবাদিক বৈঠকে ঘোষণা হয়েছিল জুলাইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। সেভাবেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সব বোর্ডকে ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করতেই হবে। সেই মোতাবেক আগামি ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সেদিন দুপুর ৩টে নাগাদ সংসদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হবে। ২৩ জুলাই ১১ টার পর পর্ষদ ওয়েবসাইট থেকে মিলবে মার্কশিট। এমনটাই সূত্রের খবর। এদিকে, করোনাকালে সূচি ঘোষণা করেও নেওয়া যায়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক।

Advertisment

তাই ফল প্রকাশে কী পদ্ধতি গত মাসেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক সংসদ। পরীক্ষার মূল্যায়ণ হবে কীভাবে? পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নবমের বার্ষিক পরীক্ষার ফলাফল ও দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে তৈরি হবে পরীক্ষার্থীদের মার্কর্শিট। ৫০-৫০ শতাংয়ের বিচারে হবে মার্কশিট। নম্বরে সন্তুষ্ট না হলে পরাক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে এই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসাবে গণ্য হবে। কোন কোন ওয়েবসাইটে মিলবে ফল?

publive-image

সংসদের তরফে চেয়ারপার্সন মহুয়া দাস এবার উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ পদ্ধতি জানিয়েছেন। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে, ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ৬০ শতাংশ, এছাড়া, দ্বাদশের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্ক শিট। এক্ষেত্রে দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর এবং প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ণ হবে।

মূল্যায়নে সন্তুষ্ট না হলে মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন পরক্ষার্থীরা। এক্ষেত্রেও পরীক্ষায় বসলে সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উচ্চমাধ্যমিকের মূল্যায়ণের ক্ষেত্রে বিশেষ গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন সংসদের চেয়ারপার্সন। তাঁর দেওয়া রুরেখা অনুযায়ী, ২০১৯ সালের মাধ্যমিকে পড়ুয়া যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল সেই প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ। বিজ্ঞান বিষয়ের ৭০ নম্বরের মধ্যে ২৮ নম্বর নেওয়া হবে এই ক্ষেত্র থেকে অর্থাৎ পাটিগণিতের হিসেবে ৪০০-এর মধ্যে যে ২০০ পেলে ২৮ নম্বরে কত পাবেন ওই পড়ুয়া, এই ভিত্তিতে হবে মূল্যায়ন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন জানিয়েছেন, ২৩ জুনের মধ্যে স্কুলগুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে হবে। সবাই সহযোগিতা করলে জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা সম্ভব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

HS Council Result Out HS Exam 2021 HS result
Advertisment