কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম প্রথম সেমেস্টারের পরীক্ষার ফল ঘোষণা করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম প্রথম সেমেস্টারের পরীক্ষার ফল জানতে...
১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট wbresults.nic.in -এ লগ অন করুন।
২. এরপর ‘রেজাল্ট অন বি.কম ফাস্ট সেমেস্টার(আন্ডার সিবিসিএস) এগজামিনেশন(অনার্স অ্যান্ড জেনারেল), ২০১৭’ অপশনে ক্লিক করুন।
৩. ওই অপশনটি ক্লিক করার পর রোল নম্বর লিখুন।
৪. এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
৫. সাবমিট অপশন ক্লিক করলেই মিলবে পরীক্ষার ফল।
এরপর পরীক্ষার ফল প্রয়োজনে ডাউনলোড ও প্রিন্ট আউট করতে পারেন।
আরও পড়ুন | রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলছে বোর্ডের ওয়েবসাইটে
বি. কম প্রথম বর্ষের পরীক্ষার ফল গত ১৭ জানুয়ারি প্রকাশিত হয়। চলতি বছরের ২৫ জানুয়ারি বিএ, বিএসসি পার্ট ওয়ানের ফল প্রকাশিত হয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হয়। নয়া মূল্যায়ন পদ্ধতির জন্যই এত সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে বলে সরব হন পড়ুয়ারা। পরীক্ষার ফল নিয়ে পড়ুয়াদের পাশে থেকে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। এত সংখ্যক পড়ুয়ার অকৃতকার্য হওয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক হয় উচ্চ শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গেও। সব পক্ষের সঙ্গে আলোচনার পরে পুরনো পদ্ধতির মূল্যায়নেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়।