আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। দেশের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান গুলির মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জুড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এই খবর। বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী শুধু ষষ্ঠ স্থান নয়। PhD ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। পেটেন্ট ডিগ্রি দেওয়াতেও বিশ্ববিদ্যালয় রয়েছেন দ্বিতীয় স্থানে। করোনার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের তরফে phd ডিগ্রি দেওয়া হয়েছে।
এর আগেও nirf রাঙ্ক অনুযায়ী রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের শিক্ষার সাফল্যে তখন শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে এই স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।