Career Options After 12th: আসন্ন উচ্চমাধ্যমিকের রেজাল্ট। যেকোনও পড়ুয়ার কাছে এই রেজাল্ট খুব দাবি রাখে। কারণ, এরপরই ক্যারিয়ার শুরুর দিকে এগোতে থাকেন সকলে। ফলেই ক্যারিয়ারের বিষয়ে এই সময় বেশ নজর রাখা উচিত।
পড়াশোনা এমন হওয়া উচিত, যাতে পরবর্তীতে চাকরি বাকরির সুযোগ হতে পারে। আর্টস - সাইন্স কিংবা কমার্সের বাইরে গিয়েও নতুন কিছু নিয়ে পড়াশোনা করা যেতেই পারে। অনার্স কিংবা ডিগ্রির পাশাপশি অন্যান্য বিষয়েও শিক্ষা অর্জন ভাল ভবিষ্যত দিতে পারে।
উচ্চ মাধ্যমিকের পর কী কী বেছে নিতে পারে পড়ুয়ারা?
১. পড়ুয়াদের ক্ষেত্রে নার্সিং হতে পারে বেশ ভাল সুযোগ। এতে চাকরি বাকরির সূযোগও রয়েছে বেশ। তাই, এক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে।
২. আর্কিটেকচার লাইন নিয়ে পড়াশোনা করা যেমন ক্রিয়েটিভ তেমনই এক বিশেষ অপশন হতে পারে। এখন মানুষের শৌখিনতা বেশ বেড়েছে। শুধু তাই নয়, নিত্য নতুন জিনিসে তাদের মন মজেছে। তাই এই বিষয়ে ভাবা যেতে পারে।
৩. আপনি পোশাক নিয়ে শৌখিন তো, ফ্যাশন ডিজাইনিং হতে পারে ভাল অপশন। পোশাক নিয়ে এদিক ওদিক এখন সকলের পছন্দ। ভিন্ন রঙের ভিন্ন ডিজাইন ভীষণ ট্রেন্ডিং।
৪. অ্যানিমেশন হতে পারে অন্যরকম বিকল্প সুযোগ। আর্টের প্রতি ঝোঁক এবং আঁকতে ভালবাসলে পরবর্তীতে এর সুযোগ অনেক বেশি।
৫. বর্তমানে আয়ুর্বেদিক ওষধি এবং আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করলে কেরিয়ার ভালদিকে এগোতে পারে। বহু প্রাচীন আয়ুর্বেদ মানুষের ভাল থাকায় বেশ কার্যকরী। সেই নিয়ে কেরিয়ারে এগোলে ভাল ফল হতে পারে।