Advertisment

CAT Result 2024 Release DATE: আইআইএম ক্যাট পরীক্ষার ফলাফল, বিরাট আপডেট....!

CAT 2024 Result Date: প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছেন। চলতি বছর মোট ২.৯৩ লক্ষ প্রার্থী যৌথ প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন।

author-image
IE Bangla Web Desk
New Update
CAT Result 2024:

CAT Result 2024: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে আইআইএম ক্যাট পরীক্ষার ফলাফল। 

Advertisment

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা শীঘ্রই ক্যাট ২০২৪-এর ফলাফল ঘোষণা করতে চলেছে। পরীক্ষায় অংশ নেওয়া লাখ লাখ প্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়। 

আইআইএম ক্যাট পরীক্ষার  ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-এ আপলোড করা হবে । ফলাফল ঘোষণার পর আপনি আপনার স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। স্কোরকার্ড ডাউনলোড লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। 

প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছেন। চলতি বছর মোট ২.৯৩ লক্ষ প্রার্থী যৌথ প্রবেশিকা  পরীক্ষায় অংশ নেন। সরকারী প্রসপেক্টাস অনুসারে, ফলাফল ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে। 

Advertisment

চলতি বছর ক্যাট পরীক্ষ তিনটি সেশনে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম শিফট ছিল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এবং তৃতীয় শিফট ছিল বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। সারা ভারতে ১৭০ টি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

Cat
Advertisment