/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/board-exam-1.jpg)
উচ্চমাধ্যমিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে জোর কড়াকড়ি।প্রতীকী ছবি।
দা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লঞ্চ করল পডকাস্ট অ্যাপ। নাম শিক্ষা বাণী। ছাত্র ছাত্রী এবং অভিবাবকদের কাছে এই অ্যাপ সময় মত পৌঁছে দেবে লেখাপড়ার যাবতীয় বিষয় সংক্রান্ত তথ্য।
বোর্ড উল্লেখ করেছে যে, তার প্রথম পর্বটি দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া এই অ্যাপে প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। বিষয় সংক্রান্ত জ্ঞানের পাশাপাশি, এই পর্বটিতে ছাত্রছাত্রীদের কিভাবে পরীক্ষার পেপার শেষ করতে হবে সে বিষয়ে বুঝতে সাহায্য করা হয়েছে।
#latestatcbse
CBSE podcast platform ‘CBSE-Shiksha Vani’ to disseminate important information on Academic , Training Initiatives, Examinations and much more in a timely, educative, lucid and seamless manner. @HRDMinistry@PIB_India@PIBHindi@PTI_Newspic.twitter.com/4h42LKOXEN— CBSE HQ (@cbseindia29) March 19, 2019
বোর্ড যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাতে উল্লেখ আছে, "লেখাপড়া বিষয়ে নানারকম সরঞ্জাম এবং পরবর্তী ধাপে পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন বিষয়ে সমস্ত তথ্য দেওয়া থাকবে। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে নির্দিষ্ট ফোন নম্বরে স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।" এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
পডকাস্ট অ্যাপ মানে যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে অডিওর মাধ্যমে। কিছু ক্ষেত্রে সঙ্গে থাকবে ভিডিও অপশন।
বোর্ড জানায়, "Play Store থেকে এটি ডাউনলোড করে ইনস্টল করার পর সদস্যরা সহজেই বোর্ড দ্বারা আপলোড করা ভিডিও, অডিও ফাইলগুলি ব্যবহার করতে পারবে।"