CBSE 10th 12th Date Sheet: ২০১৯-এর ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার রেজিস্ট্রেশন পর্ব শেষ করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। প্রার্থী তালিকা সম্পূর্ণ হলেই CBSE দশম এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাক্টিক্যাল এবং লিখিত পরীক্ষার তারিখের তালিকা প্রকাশ করা হবে বোর্ডের তরফে। এ বছর বিশেষজ্ঞরা জানিয়েছেন জানুয়ারির JEE Main, ২০১৯-এর পরীক্ষার জন্য বিশেষত প্র্যাক্টিকাল পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন করা হবে।
২০১৯ সাল থেকে জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JEE Main 2019 বছরে দুবার সংগঠিত করবে NTA (National Testing Agency)। ৬ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত একাধিক তারিখে প্রথম দফায় পরীক্ষা হবে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর একটা বড় সংখ্যক পড়ুয়ার কারণে স্কুলগুলিকে নির্ধারিত একটা সময় দেবে বোর্ড।
আরও পড়ুন: বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল সিবিএসসির দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে
সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্র্যাক্টিকাল পরীক্ষার তারিখ প্রকাশ করে বোর্ড। যেহেতু প্র্যাক্টিকাল এবং ইন্টারনাল, দুটি পরীক্ষাই স্কুলগুলিতে হয়, সে কারণে বোর্ডর দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যেই প্র্যাক্টিকাল পরীক্ষা পরিচালনা করতে হয়। এরপর এই নম্বরগুলি বোর্ডের কাছে জমা দেয় স্কুলগুলি। ২০১৮ পর্যন্ত সাধারণত ১৫ জানুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি নেওয়া হত। তবে ২০১৯-এ তা পরিবর্তন হতে চলেছে।
শুধুমাত্র JEE Main পরীক্ষার্থীদের কথা ভেবেই নয়, ভোকেশনাল পরীক্ষার্থীদের কথা ভেবেও পরীক্ষার সময়সীমার বদল করেছে বোর্ড। চলতি বছর সেপ্টেম্বরেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় পরবর্তী বছর, অর্থাৎ ২০১৯ থেকে ফেব্রুয়ারীতে হবে সিবিএসই পরীক্ষা।
স্কুলগুলি ইতিমধ্যেই প্রি-বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছে। কোনও কোনও স্কুল পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত নির্দেশগুলি দিচ্ছে - বিশেষত যারা JEE Main পরীক্ষায় বসছে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে স্কুলগুলি। প্রসঙ্গত, সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই প্র্যাক্টিকাল পরীক্ষার তারিখের তালিকা ঘোষণা করবে বোর্ড।