Advertisment

CBSE 10th result 2018: আজ প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল

কেমন করে জানা যাবে CBSE 10th result 2018?

author-image
IE Bangla Web Desk
New Update
ch1134536-e1524662116310

বিকেল ৪ টের সময়ে প্রকাশিত হবে CBSE 10th Result 2018

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। বিকেল চারটের সময় ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisment

পরীক্ষার্থীরা ফলাফল জানবেন কীভাবে

cbseresults.nic.in, Cbse.nic.in ও results.nic.in ওয়েবসাইটে থেকে পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে। সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি। ওয়েবসাইটের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপেও জানা যাবে রেজাল্ট। (android, iOS এবং windows ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি)।

মোবাইলে রেজাল্ট জানতে দিল্লির পরীক্ষার্থীরা ফোন করতে পারেন ২৪৩০০৬৯৯ নম্বরে। অন্য পরীক্ষার্থীরা ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করে জেনে নিতে পারবে তাদের রেজাল্ট। এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে দশম শ্রেণীর রেজাল্ট।

cbse10

লিখে পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮ ২৯৯৮ ৯৯ এই নম্বরে।

সিবিএসই বোর্ডে সম্ভবত দশম ও দ্বাদশ শ্রেণীসহ এ বছর মোট ২৮ লক্ষ পরীক্ষার্থী আছে। গত শনিবার প্রকাশ্যে এসেছে দ্বাদশ শ্রেণীর ফলাফল। ৯৯.৮ শতাংশ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। দ্বাদশ শ্রেণীর ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানেই রয়েছে তিন কন্যা।

রেজাল্টের সমস্ত প্রযুক্তিগত কারিগরি সামাল দিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার।

গত বছর ৩ জুন প্রকাশিত হয়েছিল সিবিএসই-র দশম শ্রেণীর রেজাল্ট। প্রি রেজাল্ট কাউন্সেলিংয়ের পাশাপাশি এখন পোস্ট রেজাল্ট কাউন্সেলিংও শুরু করেছে সিবিএসই।

এ বছর সিবিএসই-র দশম শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে যায় দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রশ্নপত্রও । দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফের অর্থনীতির পরীক্ষায় বসতে হয়।  তবে রেহাই পেয়েছিল দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তাদের আর অঙ্ক পরীক্ষা দিতে হয়নি।

CBSE
Advertisment