Advertisment

CBSE 10th results 2018: আবার ছেলেদের হারাল মেয়েরা

CBSE 10th results 2018; প্রথম তিনেই মেয়েরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Declared CBSE 10th Result 2018

RRB ALP and Technician Result 2018

CBSE 10th results 2018 :

Advertisment

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ। এ বছর পাশের হার ৮৬.৭০ শতাংশ। ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চারজন- প্রখর মিত্তাল, (ডিপিএস,গুরগাঁও) রিমঝিম আগরওয়াল, (আরপি পাবলিক স্কুল), বিজনৌর নন্দিনী গর্গ, (স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুল), শ্রীলক্ষ্মী জি (ভবনস বিদ্যালয়, কোচিন)। ৫০০ তে ৪৯২ পেয়ে এ রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে সায়ন মাঝি।

এ বছর মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ। এ বছর ২৭,৪৭৬ জন পরীক্ষার্থী ৯৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। পাশাপাশি ১,৩১,৪৯৩ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯০ শতাংশের বেশি। ট্যুইটারে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলে অঞ্চলভিত্তিক হিসাবে প্রথম তিনে রয়েছে তিরুবনন্তপুরম ৯৯.৬০ শতাংশ, চেন্নাই ৯৭.৩৭ শতাংশ, আজমির ৯১.৮৬ শতাংশ।

আরও পড়ুন, CBSE 10th Result 2018: প্রথম হয়েছে চারজন

এ বছর সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার জন্য ১৬ লক্ষ ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করেছিল।

সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি।  ইতিমধ্যেই ভুরি ভুরি নম্বর নিয়ে ট্যুইটারে উঠেছে মিমের ঝড়।

আরও পড়ুন, CBSE CLASS 10 RESULTS 2018: মজায় মেতেছেন ট্যুইটারাত্তিরা

অন্যদিকে বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীদের পাশের হার ৯২.৫৫ শতাংশ। এদের মধ্যে গুরগাও সানসিটি থেকে প্রথম হয়েছে অনুষ্কা পান্ডা। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। সংযা গান্ধীরও প্রাপ্ত নম্বর ৪৮৯।

cbseresults.nic.in, Cbse.nic.in ও results.nic.in ওয়েবসাইটে থেকে পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে। সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি। ওয়েবসাইটের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপেও জানা যাবে রেজাল্ট। (android, iOS এবং windows ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি)।

মোবাইলে রেজাল্ট জানতে দিল্লির পরীক্ষার্থীরা ফোন করতে পারেন ২৪৩০০৬৯৯ নম্বরে। অন্য পরীক্ষার্থীরা ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করে জেনে নিতে পারবে তাদের রেজাল্ট। এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে দশম শ্রেণীর রেজাল্ট।

CBSE cbse class 10 results
Advertisment