/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Sabyasachi-Laskar.jpg)
CBSE 10th Results 2024: বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্করের নজরকাড়া সাফল্য।
CBSE 10th Result 2024 Topper: CBSE দ্বাদশের মতো দশম শ্রেণির ফলাফলেও দেশের মধ্যে সেরার সেরা কলকাতার ছেলে। বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্করের নজরকাড়া সাফল্য। বেস্ট অফ ফাইভে ১০০-য় ১০০ পেয়েছে সব্যসাচী। তার সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে পরিবারে।
সোনারপুরের বাসিন্দা সব্যসাচী পড়াশোনায় বরাবরই মেধাবি। সাফল্যের পিছনে মা এবং পিসির ভূমিকা বেশি বলে জানিয়েছেন সব্যসাচীর বাবা বশির আহমেদ লস্কর। বশির আহমেদ লস্কর একটি বেসরকারি ব্যাঙ্কের সিভিল ইঞ্জিনিয়ার। তিনি বলেছেন, 'সব্যসাচী বরাবরই মেধাবি। যেটা পড়ে মন দিয়ে পড়ে। যে কোনও সাবজেক্ট আত্মস্থ করার চেষ্টা করে। ভেবেছিলাম ৯৯ শতাংশ নম্বর পাবে। কিন্তু পেয়েছে ১০০ শতাংশ। অত্যন্ত আনন্দের খবর।'
সব্যসাচীর মা চামেলি সর্দার অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লসের অ্যাসিস্ট্যান্ট টিচার। তিনি বলেছেন, 'সম্ভাবনা ছিল না একেবারেই তা নয়। পরীক্ষার হলে একটু এদিক-ওদিক হতে পারে বলে আশঙ্কা থাকেই। কিন্তু ১০০ শতাংশ পাবে এটা আশা করিনি।' সব্যসাচী বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- প্রতিটি বিষয়েই ১০০-তে ১০০ নম্বর পেয়েছে।
কীভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল সব্যসাচী?
বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাস তার। সেই সঙ্গে সময়ের মধ্যে লেখআ শেষ করত। পরীক্ষার আগে বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছিল সে। তাঁর কথায়, 'ভাল ফল করতে গেলে CBSE-র পাঠ্য়ক্রমে যে বইগুলো রয়েছে সেই বইগুলো খুঁটিয়ে পড়তে হবে। পরীক্ষার সময় মনসংযোগ বাড়াতে হবে। টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে। তাহলেই ভাল ফল সম্ভব।'
সব্যসাচী আঁকতে খুব ভালবাসে। পাশাপাশি সঙ্গীতচর্চাও করে সে। শাস্ত্রীয় সঙ্গীতের রেওয়াজের জন্য বেশি সময় দিতে না পারায় রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি বেশি পছন্দের। দিনে ৬-৭ ঘণ্টা পড়াশোনা করে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে স্কুলের বিভিন্ন মেসেজ পাওয়ার জন্য। তবে অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী নেই। তবে পড়ার জন্য ইউটিউবের সাহায্য নিতে কখনও কখনও মোবাইল ব্যবহার হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা কী কৃতী ছাত্রের?
চিরাচরিত ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সব্যসাচীর ইচ্ছা অ্যাকাডেমিক্সে যাওয়া। আইআইটি-তে পড়ার জন্য প্রস্তুতি নিলেও গবেষণা করার ইচ্ছা। সব্যসাচী বলেছে। আপাতত লক্ষ্য JEE অ্যাডভান্সে পাশ করে আইআইটি ভর্তি হওয়া। ইচ্ছা অঙ্ক এবং ফিজিক্স নিয়ে গবেষণা করা।