Advertisment

৯০ শতাংশ নম্বর পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ও আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীরা

সিবিএসই দ্বাদশ শ্রেণীর ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৩.২৪ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেরিট লিস্ট প্রকাশ করেনি সিবিএসই। জানা গিয়েছে অধিকাংশ সফল পরীক্ষার্থী সাধারণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পরিবার থেকে উঠে এসেছে। মূলত এরাই সেরার তালিকায়। সিবিএসই দ্বাদশ শ্রেণীর ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৩.২৪ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।

Advertisment

publive-image জানা গিয়েছে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে পালক গুপ্তা। হেমিপ্লাগিয়ায় আক্রান্ত এই পরীক্ষার্থী। অর্থাৎ তার শরীরের অধিকাংশই দুর্বল। ছোট থেকেই পড়াশোনায় তাকে সাহায্য করেছে তার মা। পরীক্ষা দিতে প্রয়োজন হয়েছে লেখকের। সাইকোলজি তার প্রিয় বিষয়।

publive-image কৃষকের ছেলে দেবেশ শর্মা ৯৯.২ এবং শতাংশ নম্বর পেয়ে পাস করেছে সিবিএসই। মথুরা গ্রামের বাসিন্দা দেবেশ। পরিবারের প্রথম সন্তান যে দোরগোড়ায় পা রাখতে চলেছে।

publive-image রিয়া নেগীর প্রাপ্ত নম্বর ৯০.০৬ শতাংশ। প্রতিনিয়ত ডিসলেক্সিয়া সঙ্গে লড়াই করছে রিয়া।

publive-image ভানসিকা কতারিয়ার প্রাপ্ত নম্বর ৯৫.৭৫ শতাংশ। বাবা নেই, মা একাই তাকে কষ্ট করে বড় করে তুলছে। মায়ের পেশা বিউটিশিয়ান। অর্থনৈতিক দিক থেকে মাকে সাহায্য করা তার প্রথম লক্ষ্য।

publive-image হৃদয় খারবান্দার প্রাপ্ত নম্বর ৯৩ শতাংশ। সহজে পড়াশোনা তার মাথায় ঢোকে না। সাধারণ ছাত্র ছাত্রীর এ বিষয়ে পড়তে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে , সেই সামান্য বিষয় পড়তে টানা ১২ ঘন্টা পড়াশোনা করতে হয় তাকে।

CBSE
Advertisment