CBSE 12th Results 2024 Topper: ছিল না কোনও গৃহশিক্ষক। কিন্তু তাতে কী! CBSE দ্বাদশে ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কলকাতার বংশিকা কোঠারি। প্রাপ্ত নম্বরের নিরিখে তিনিই বাংলার সম্ভাব্য প্রথম। শতাংশের নিরিখে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ। সোমবার বোর্ডের ওয়েবসাইটে নিজের ফলাফাল দেখে বিশ্বাসই করতে পারেননি বংশিকা।
তাৎপর্যপূর্ণ ভাবে সোমবারই ছিল তাঁর মায়ের জন্মদিন। তার জন্য সকাল থেকে প্ল্যানিংয়ে ব্যস্ত ছিলেন বংশিকা। তার মধ্যেই আচমকা দ্বাদশের ফল ঘোষণা করে CBSE। ওয়েবসাইটে নিজের রেজাল্ট দেখে বাকরুদ্ধ হয়ে যান কলকাতার লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী। হিউম্যানিটিজ শাখার পড়ুয়া তিনি। তাঁর সাফল্যে খুশির জোয়ারে ভাসছে গোটা পরিবার। মায়ের জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!
কীভাবে এমন নজরকাড়া সাফল্য পেলেন বংশিকা?
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, একাদশ এবং দ্বাদশে তাঁর কোনও গৃহশিক্ষক ছিল না। স্কুলেই পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সারাবছর ধরে দ্বাদশের জন্য তৈরি করেছিলেন নিজেকে। তাঁর ফল পেলেন বংশিকা। বাড়িতে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাও জানিয়েছেন তিনি। বলেছেন, 'দিনে ৩-৪ ঘণ্টা পড়াশোনা করতাম। বিশেষ করে প্রতিনি ইংরাজির বিভিন্ন দিক নিয়ে প্র্যাকটিস করতাম। পরীক্ষার আগে শেষ একমাস জোরকদমে মনোযোগ দিয়ে পড়েছি।'
মেয়ের সাফল্যে কী বলছে পরিবার?
বংশিকার সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে মায়ের। জন্মদিনে এমন উপহার তাঁর কাছে বড় পাওনা। মেয়ের সাফল্যের জন্য স্কুলকে এবং মেয়েরে প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তবে বংশিকার মতে, স্কুলের সাহায্য থাকলেও মা-বাবা খারাপ সময়ে পাশে না দাঁড়ালে তাহলে এমন রেজাল্ট কখনওই হত না। তাই তাঁর কৃতিত্বের সিংহভাগ তাঁর পরিবারের।
আরও পড়ুন ISC Results 2024: ISC-তে রাজ্যে সম্ভাব্য প্রথম রীতিশা, তাঁর রিপোর্ট কার্ড দেখলে চমকে যাবেন
ভবিষ্যতে কী হতে চান বংশিকা?
বংশিকা জানিয়েছেন, তাঁর বরাবরেরই ইচ্ছা সাংবাদিকতা বা জার্নালিজম নিয়ে পড়ার। সেই লক্ষ্যেই এবার সামনের দিকে এগিয়ে যাবেন তিনি। এবছর CBSE দ্বাদশে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা পাশের হারে। ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ। আর মেয়েদের ৯১.৫২ শতাংশ। পাশের হারের নিরিখে দেশের মধ্যে সেরা জেলা তিরুবনন্তপুরম।