মঙ্গলবার সিবিএসই দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার তারিখ প্রকাশিত হল। ৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। সিবিএসই (CBSE)-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার সূচি জানা যাচ্ছে। ফল প্রকাশিত হবে ১৫ জুলাই।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি। মঙ্গলবার টুইটারে পরীক্ষার সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
Date-sheet of @cbseindia29 board exams of class X.
Wish you good luck!#CBSE pic.twitter.com/o4I00aONmy— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
তিনি আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে অফলাইন মোডে। ৩৩ শতাংশ প্রশ্ন থাকবে ইন্টারনাল চয়েসের। করোনা আবহে সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন