দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি। মঙ্গলবার টুইটারে পরীক্ষার সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
Date-sheet of @cbseindia29 board exams of class X.
Wish you good luck!#CBSE pic.twitter.com/o4I00aONmy— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
তিনি আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে অফলাইন মোডে। ৩৩ শতাংশ প্রশ্ন থাকবে ইন্টারনাল চয়েসের। করোনা আবহে সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন