scorecardresearch

প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি

CBSE Board Class 10, 12 Exam: সিবিএসই (CBSE)-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার সূচি জানা যাচ্ছে। ফল প্রকাশিত হবে ১৫ জুলাই।

প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি

মঙ্গলবার সিবিএসই দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার তারিখ প্রকাশিত হল। ৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। সিবিএসই (CBSE)-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার সূচি জানা যাচ্ছে। ফল প্রকাশিত হবে ১৫ জুলাই।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি। মঙ্গলবার টুইটারে পরীক্ষার সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

তিনি আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে অফলাইন মোডে। ৩৩ শতাংশ প্রশ্ন থাকবে ইন্টারনাল চয়েসের। করোনা আবহে সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।

সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Cbse board class 10 12 exam date sheet 2021 check exam schedule