প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল। ২০২০ সালে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৩০ লক্ষ্য পরীক্ষার্থী। এদিন মানদ সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ফলাফল প্রকাশের খবর দেন। তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীরা http://cbseresults.nic.in. এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। পাশাপাশি তিনি সকল কৃতী পরীক্ষার্থীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আগেই সিবিএসি জানিয়েছিল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই দশম দ্বাদশের ফলাফল। গত বছর মে মাসে ফলাফল প্রকাশ হয়েছিল। কিন্তু এবছর করোনা লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে ফলাফল প্রকাশের দিন।
মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানান ১৫ জুলাই বুধবার প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল। সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল।
যে শিক্ষার্থীরা তিনটির বেশি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের তিনটি বিষয়ের প্রাপ্ত গড় নম্বর বাতিল হয়ে যাওয়া পরীক্ষায় দেওয়া হয়েছে। দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ফলাফল উন্নত করতে পরবর্তীকালে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ থাকবে কিনা তা স্পষ্ট নয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন