Advertisment

সিবিএসই পরীক্ষা ২০২০: ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে অ্যাডমিট কার্ডই পাঠানো হবে না

যেসব পরীক্ষার্থীর কম উপস্থিতির পিছনে যথার্থ কারণ রয়েছে, তাদের এ সম্পর্কিত নথি কর্তৃপক্ষের কাছে ৭ জানুয়ারির আগে জমা দিতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE

সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

সিবিএসই-র ক্লাস টেন ও টুয়েলভের যেসব পরীক্ষার্থীর ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্কুলে ৭৫ শতাংশ উপস্থিত হয়নি, তারা পরীক্ষায় বসতে পারবে না। সিবিএসই স্কুলগুলিকে উপস্থিতির হিসেব কষার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে।

Advertisment

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। যাদের বাধ্যতামূলক ৭৫ শতাংশ উপস্থিতি রয়েছে, কেবলমাত্র তাদেরই অ্যাডমিট কার্ড পাঠানো হবে। যেসব পরীক্ষার্থীর উপস্থিতি কম, তাদের তালিকা প্রতিটি আঞ্চলিক অফিসে পাঠানো হবে এবং ৭ জানুয়ারি বা তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

publive-imagepublive-image

যেসব পরীক্ষার্থীর কম উপস্থিতির পিছনে যথার্থ কারণ রয়েছে, তাদের এ সম্পর্কিত নথি কর্তৃপক্ষের কাছে ৭ জানুয়ারির আগে জমা দিতে হবে। সার্কুলার অনুযায়ী, ৭ জানুয়ারির পর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না।

সিবিএসই ২০২০ বোর্ড পরীক্ষা- যেসব নথি প্রয়োজন

পরীক্ষা পাশ করবার জন্য, পরীক্ষার্থীদের থিওরি ও প্র্যাকটিকাল পরীক্ষা আলাদাভাবে ক্লিয়ার করতে হবে। সিবিএসই-তে পাশ মার্ক ৩৩ শতাংশ।

থিওরির পরীক্ষায় ৮০ নম্বর থাকবে। প্রশ্নপত্রের ধরনেও ব্যাপক রদবদল আনা হয়েছে। ৩৩ শতাংশ বিকল্প প্রশ্ন থাকবে। ছাত্রছাত্রীদের কাছে চিন্তাশীল প্রশ্নের উত্তর দেবার সুযোগ বেশি থাকছে। মুখস্থবিদ্যা উগরে দেওয়ার সুযোগ কমছে।  যেসব বিষয়ে প্র্যাকটিক্যাল নেই, তার জন্য ২০ নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে।

CBSE
Advertisment