CBSE Board Class 10, Class 12 Remaining Exam Date 2020 Latest Update: দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা বোর্ড পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির বাকি থাকা কয়েকটি বিষয়ের পরীক্ষা ঐচ্ছিক হয়ে গেল। স্কুলের শেষ তিন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের। সন্তুষ্ট না হলে, পরবর্তীকালে তা বোর্ডকে জানালে, পরীক্ষার ব্যবস্থা করা হবে। অন্যদিকে একইসঙ্গে কাউন্সিল পর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সমিনেশন বোর্ড আইসিএসসি এবং আইএসসি পরীক্ষা বাতিল করেছে।
করোনা ভাইরাসের কারণে যে ভয়াবহ পরিস্থিতি র সৃষ্টি হয়েছে,সেক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত করা সম্ভব নয়। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন এক দল অভিভাবক। সিবিএসই বাকি থাকা বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। তবে সিআইএসসিই এর আগে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়াকে ঐচ্ছিক ঘোষণা করেছিল। ইন্টার্নালের উপর ভিত্তি করে মূল্যায়ন করাই যথাযথ বলে মনে করছিল বোর্ড।
সিবিএসই. আইএসসি পরীক্ষা বাতিল জেইই মেইন এবং নেট ২০২০ সহ জাতীয় প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াও প্রভাব ফেলবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পরিস্থিতি অনুকূল হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। তবে শেষ তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়নের সুযোগও পড়ুয়াদের দেওয়া হবে।