CBSE Exam New Rule: এবার থেকে বছরে ২ বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা, নয়া সিদ্ধান্ত CBSE-র

CBSE Class 10 Board Exam New Rule: ২০২৬ সাল থেকে বছরে দুবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিবিএসই ২০২৬-২৭ সেশনের জন্য ২৬০টি বিদেশি স্কুলের জন্য একটি বৈশ্বিক পাঠ্যক্রমও প্রস্তুত করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE Class 10 Board Exam: ২০২৬ সাল থেকে বছরে দুবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা

CBSE Class 10 Board Exam: ২০২৬ সাল থেকে বছরে দুবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা

CBSE Class 10 Board Exam New Rule: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আগামী বছর ২০২৬ সাল থেকে বছরে দুবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মের খসড়া সিবিএসই অনুমোদন করেছে। CBSE দশম শ্রেণির বোর্ডের প্রথম ধাপের পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় ধাপটি ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হবে।

Advertisment

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) তার পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে। এর আওতায় ২০২৬ সাল থেকে বছরে দুবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিবিএসই ২০২৬-২৭ সেশনের জন্য ২৬০টি বিদেশি স্কুলের জন্য একটি বৈশ্বিক পাঠ্যক্রমও প্রস্তুত করবে।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।

পরীক্ষার প্রথম-দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে?

Advertisment

একজন শীর্ষ বোর্ড আধিকারিক জানিয়েছেন যে CBSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার প্রথম পর্ব ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পরিচালিত হবে, এবং দ্বিতীয় পর্বটি ৫ থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত হবে।

দুটি পরীক্ষাই হবে সিলেবাসের ভিত্তিতে

বোর্ড আধিকারিকরা বলেছেন যে, দুটি পরীক্ষাই সিলেবাস অনুযায়ী কঠোরভাবে পরিচালিত হবে এবং দুই পর্বে প্রার্থীদের একই পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হবে। আবেদন জমা দেওয়ার সময় দুই পরীক্ষার ফি বাড়ানো হবে।

আরও পড়ুন পরীক্ষা দেওয়ার পরই সন্তান প্রসব আবাসিক স্কুলের ছাত্রীর, কীভাবে গর্ভবতী জানেনই না শিক্ষকরা

সাপ্লিমেন্টারি পরীক্ষার ভূমিকা

ওই আধিকারিক বলেন, বোর্ড পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পর্বও সম্পূরক পরীক্ষা হিসেবে কাজ করবে এবং কোনও অবস্থাতেই কোনও বিশেষ পরীক্ষা নেওয়া হবে না। নতুন সিস্টেমের অধীনে, শিক্ষার্থীরা বছরে দুবার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার এবং তাঁদের সেরা স্কোর বজায় রাখার বিকল্প পাবে।

পরীক্ষার চাপ কমানোর উদ্দেশ্য

সিবিএসই-এর একজন শীর্ষ আধিকারিক বলেছেন যে, এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার চাপ কমিয়ে দেবে এবং পড়ুয়াদের তাঁদের কর্মক্ষমতা উন্নত করার সুযোগ দেবে। উদ্দেশ্য হল পরীক্ষা সংক্রান্ত চাপ কমানো, সেইসঙ্গে আরও সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা। এতে রোট লার্নিংয়ের পরিবর্তে বোঝাপড়া এবং দক্ষতাভিত্তিক মূল্যায়নের উপর জোর দেবে।

নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে

নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP 2020) সুপারিশ করেছে যে বোর্ড পরীক্ষার 'ঝুঁকি' দূর করতে সব শিক্ষার্থীকে সর্বোচ্চ ২ বার পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে।

CBSE Board Exam CBSE Board Exam national education policy