CBSE Class 10th Result 2023 Declared: প্রকাশিত CBSE দশমের ফলাফল। কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। কীভাবে জানা যাবে রেজাল্ট?
Advertisment
এবার CBSE দশমে পাশের সংখ্যা ৯৩.১২%। গতবছরের তুলনায় কমেছে পাশের হার। রেজাল্ট জানবেন কীভাবে? অফিসিয়াল ওয়েবসাইট cbseresult.nic.in এতে গিয়ে হোমপেজে ক্লাস টেন লিংকে ক্লিক করতে হবে। শেষ কয়েকবছরের তুলনায়, এবার রেজাল্ট একটু ব্যতিক্রম।
এবছর পাশের হার কমেছে প্রায় এক শতাংশ। এবছর দেওয়া হবে না টপার লিস্ট। প্রতিযোগিতা এড়াতেই কড়া হবে এই কাজ। এবছর পরীক্ষা দিয়েছে প্রায় ২১ লাখ। পাশ করেছে ২০ লাখের কাছাকাছি। বোর্ড সুত্রে বলা হয়েছে রেজাল্টের একটি কপি রেখে দেওয়ার জন্য। পরবর্তীতে কাজে লাগবে।
ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। পাশের হারে এগিয়ে তিরুবনন্থপুরম, ৯৯.৯১%। এরপর রয়েছে বেঙ্গালুরু ( ৯৯.১৮% ), চেন্নাই, আজমের ( ৯৭% ) এবং পুনে ( ৯৬% )।