Advertisment

CBSE 10th Result Out: প্রকাশিত দশমের ফলাফল, পাশের হারে সেরার সেরা মেয়েরা

CBSE 10th Result 2023 Declared: একইদিনে প্রকাশিত দশমেরও ফলাফল, এগিয়ে রয়েছে কোন রাজ্য?

author-image
IE Bangla Web Desk
New Update
cbse result 2023 | cbse 10th result 2023 declared | CBSE 10th Result Out

CBSE ক্লাস 10 তম ফলাফল 2023 ঘোষণা করা হয়েছে

CBSE Class 10th Result 2023 Declared: প্রকাশিত CBSE দশমের ফলাফল। কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। কীভাবে জানা যাবে রেজাল্ট?

Advertisment

এবার CBSE দশমে পাশের সংখ্যা ৯৩.১২%। গতবছরের তুলনায় কমেছে পাশের হার। রেজাল্ট জানবেন কীভাবে? অফিসিয়াল ওয়েবসাইট cbseresult.nic.in এতে গিয়ে হোমপেজে ক্লাস টেন লিংকে ক্লিক করতে হবে। শেষ কয়েকবছরের তুলনায়, এবার রেজাল্ট একটু ব্যতিক্রম।

আরও পড়ুন < CBSE 12th Result 2023 Declared: CBSE দ্বাদশে দক্ষিণের জয়জয়কার, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের >

cbse result 2023, cbse board exam result 2023, cbse class 10 result 2023, cbse class 10 result 2023, cbse result declared, cbse class 10 result 2023 declared,cbse result declared,cbse 10th result 2023 latest update, cbse 10th result 2023 news,সিবিএসই ফলাফল 2023, সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল 2023, সিবিএসই ক্লাস 10 ফলাফল 2023,সিবিএসই 10 তম ফলাফল 2023 সর্বশেষ আপডেট

এবছর পাশের হার কমেছে প্রায় এক শতাংশ। এবছর দেওয়া হবে না টপার লিস্ট। প্রতিযোগিতা এড়াতেই কড়া হবে এই কাজ। এবছর পরীক্ষা দিয়েছে প্রায় ২১ লাখ। পাশ করেছে ২০ লাখের কাছাকাছি। বোর্ড সুত্রে বলা হয়েছে রেজাল্টের একটি কপি রেখে দেওয়ার জন্য। পরবর্তীতে কাজে লাগবে।

ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। পাশের হারে এগিয়ে তিরুবনন্থপুরম, ৯৯.৯১%। এরপর রয়েছে বেঙ্গালুরু ( ৯৯.১৮% ), চেন্নাই, আজমের ( ৯৭% ) এবং পুনে ( ৯৬% )।

cbse class 10 results
Advertisment