Advertisment

CBSE CLASS 10 RESULTS 2018: মজায় মেতেছেন ট্যুইটারাত্তিরা

কেউ বলছেন মোহ-মায়া, তো কেউ আবার থ্রি ইডিয়টসের ছবি সাঁটছেন। সিবিএসই ক্লাস টেনের রেজাল্টের দিন ট্যুইটারে বেশ কিছু মজার খোরাক।

author-image
IE Bangla Web Desk
New Update
cbse-10-result_twitter fun in bengali

CBSE CLASS 10 RESULTS 2018: মোটেই সিরিয়াস নন সবাই (ছবি- aashishjoshi00/Twitter)

এবছর ১৬ লক্ষ ছাত্রছাত্রী সিবিএসই ক্লাস টেনের পরীক্ষায় বসেছিল। পাশ করেছে প্রায় ১৪ লক্ষ ছাত্রছাত্রী। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে ৪ জন। ক্লাস টুয়েলভের সিবিএসই পরীক্ষার ফল বেরিয়েছে শনিবার। গাজিয়াবাদের ছাত্রী মেঘনা শ্রীবাস্তব ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন এ পরীক্ষায়।

Advertisment

ফল বেরোনোর পর সে নিয়েও মজায় মেতেছেন ট্যুইটার ব্যবহারকারীরা। কেউ বলেছেন এ সবই ‘‘মোহ মায়া’’, কেউ বা আবার সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘‘এবার তোমরা ডেট অফ বার্থের একটা প্রমাণপত্র হাতে পেলে।’’

CBSE cbse class 10 results
Advertisment