Advertisment

দশম-দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, জানাল CBSE

মার্চ মাসে এই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলি হবে। সোশাল মিডিয়ার এই খবর ভুয়ো, এমনটাই জানিয়েছে CBSE বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশাল মিডিয়ায় CBSE বোর্ড পরীক্ষা নিয়ে একাধিক খবর ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে যে মার্চ মাসে এই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলি হবে। সোশাল মিডিয়ার এই খবর ভুয়ো, এমনটাই জানিয়েছে CBSE বোর্ড। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে এখনও পরীক্ষা দিনক্ষণ কিছু ঠিক করা হয়নি।

Advertisment

বৃহস্পতিবার শিক্ষক, পড়ুয়া, প্রতিযোগীতামূলক পরীক্ষার যারা স্টেকহোল্ডার এদের সকলের সঙ্গেই লাইভ আলোচনায় যোগ দেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানান বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এবং আগামী দিনে করোনা পরিস্থিতির যদি কোনও উন্নতি না হয় তাহলে তাহলে প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন, পিছিয়ে যেতে পারে JEE-NEET, কমতে পারে সিলেবাস

CBSE বোর্ড পরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “আমরা সকলে সেই সময় দেব যাতে প্রত্যেকে এই নতুন ফর্ম্যাটে প্রস্তুতি নিতে পারেন। এটি আমরা নিশ্চিত করব। আমরা আপনাদের সঙ্গে আছি।” এমনকী CBSE বোর্ড পরীক্ষা কবে কী হবে তা করোনা পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকী বোর্ডের প্র্যাকটিকাল পরীক্ষার মধ্যে যেন এই সব এন্ট্রান্স পরীক্ষা না হয় সেই দিকটিও দেখবেন তিনি।

শিক্ষামন্ত্রকের তরফে আগামী বছরের পরীক্ষাগুলিতে বেশ কিছু বদলের ইঙ্গিত দেওয়া হলেও বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে সেরকম কোনও নিশ্চিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Education CBSE
Advertisment