Advertisment

CBSE 10th Result 2019 Live: একইসঙ্গে প্রথম হয়েছে ছয়জন, প্রাপ্ত নম্বর ৪৯৯

CBSE 10th Class Result 2019 Live Updates: এবছর লোকসভা নির্বাচনের কারণে দশম  ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ করার নির্দেশ দিয়েছিল দিল্লী হাইকোর্ট। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WBJEE 2019 Result, 2019 Result WBJEE

CBSE Class 10th Result 2019 Live @cbseresults.nic.in:৬ মে প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার দশম শ্রেণির ফলাফল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২ মে। পরীক্ষা শেষ হওয়ার ২৮ দিনের মাথায় প্রকাশ হয়েছে দ্বাদশ শ্রেণির ফলাফল। সেদিনই শোনা যায় ৫ মে প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল। তবে সিবিএসই’র মুখপাত্র রমা শর্মা তা গুজব বলে ঘোষণা করেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৬ মে দুপুর ৩টের পর ওয়েবসাইটে দেখতে পাবেন ফলাফল।

Advertisment

এবছর লোকসভা নির্বাচনের কারণে দশম  ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ করার নির্দেশ দিয়েছিল দিল্লী হাইকোর্ট।

সিবিএসই-র ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলি হল – cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in.। এছাড়া গুগলে গিয়ে লিখুন CBSE Exam, class 10. সার্চ রেজাল্টে প্রথমেই একটি ফর্ম আসবে ডিসপ্লেতে, যেখানে নথিভুক্ত করতে হবে রোল নম্বর, সেন্টার নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, তারপর ক্লিক করতে হবে ‘check exam results’ এ।

CBSE 10th Result 2019 Live Updates:

গত বছর ফলাফলের জন্য মাইক্রোসফ্টের সঙ্গে জোট বেঁধেছিল সিবিএসই। লঞ্চ করা হয়েছিল অ্যাপ। এবছরও চালু আছে সেই অ্যাপ। ছাত্র ছাত্রী এবং তার পরিবার চটজলদি রেজাল্ট জানার জন্য ওই অ্যাপে প্রি রেজিস্টার করে রাখতে পারেন, এবং এসএমএস পদ্ধতিটি চালু রাখতে পারেন। যার ফলে ইন্টারনেট না থাকলেও, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই আপনার ফোনে পৌঁছে যাবে ফলাফল।

Read the CBSE Live Updates in English 

Live Blog

CBSE Class 10th result 2019: কীভাবে অনলাইনে দেখবেন পরীক্ষার ফলাফল?














19:03 (IST)06 May 19





















পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারে পরীক্ষার্থীরা

যারা প্রাপ্ত নম্বর নিয়ে খুশি নয়, রিভিউ করতে চায় তারা অনলাইন মাধ্যমে পুনরায় যাচাই করে দেখার জন্য আবেদন করতে পারেন। ৮ মে বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। যার জন্য খরচ ৫০০ টাকা। পুনর্মূল্যায়নের জন্যও আবেদন করতে পারেন। ২৪ মে থেকে ২৫ মে পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে পারেন। প্রতি প্রশ্ন পিছু খরচ ১০০ টাকা।

17:23 (IST)06 May 19





















সিবিএসই'র সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

" id="lbcontentbody">
16:40 (IST)06 May 19





















একইসঙ্গে প্রথম ছয়

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় একইসঙ্গে প্রথম হয়েছে ছয় জন। যাদের মধ্যে পাঁচ জন ছেলে ও একজন মেয়ে। সকলের প্রাপ্ত নম্বর ৪৯৯। ছয়জনের নাম- সিদ্ধান্ত, দিভ্যাংশ, যোগেশ,অঙ্কুর, ভাতসাল ও মান্য।

প্রথম ছয়জনের নাম

15:58 (IST)06 May 19





















এবছর প্রাপ্ত নম্বরের হার

৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ২,২৫,১৪৩ জন পরীক্ষার্থী। পাশাপাশি ৫৭২৫৬ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর প্রায় ৯৫ শতাংশ।

15:49 (IST)06 May 19





















এবছর মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম

মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ভাটিন্ডার মান্য এবং আম্বালার দিভজোত কৌর জাগ্গি। প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ।

15:43 (IST)06 May 19





















কীভাবে অনলাইনে দেখবেন ফলাফল

১) cbse.nic.in, cbseresults.nic.in- অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) ডাউনলোড রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) সেখানে নথিভুক্ত করুন আপনার রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর।
৪) ফোনের স্ক্রিনে চলে আসবে ফলাফল।

15:40 (IST)06 May 19





















রপান্তরকামীদের পাশের হার সবচেয়ে বেশি।

মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ
ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ
রুপান্তরকামীদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ।

15:34 (IST)06 May 19





















শুভেচ্ছা বার্তা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ যাবেদকরের

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ যাবেদকর শুভেচ্ছা জানিয়েছেন সিবিএসই দশম শ্রেণির সফল ছাত্রছাত্রীদের। প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী পাশ করেছে এবছর।

15:29 (IST)06 May 19





















২০২০ সাল থেকে ইংরেজি ও অঙ্ক পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে সিবিএসই

দুটি স্তরে ভাগ করা হবে দশম শ্রেণির ইংরেজি ও অঙ্ক পরীক্ষা। ২০ নম্বর হবে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা এবং বাকি ৮০ নম্বর পরীক্ষা হবে বোর্ডের অধীনে।

15:21 (IST)06 May 19





















বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করে জানিয়েছেন ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তাঁর মেয়ে।

15:18 (IST)06 May 19





















দশম শ্রেণির পাশের হারে সেরা ১০ টি জেলার নাম

১) তিরুবন্তপুরম- ৯৯.৮৫

২) চেন্নাই - ৯৯

৩) আজমির - ৯৫.৮৯

৪) পঞ্চকুলা - ৯৩.৭২

৫) প্রয়াগ্রাজ -৯২.৫৫

৬) ভুবনেশ্বর ৯২.৩২

৭) পাটনা ৯১.৮৬

৮) দেরাদুন 8৯.০৪

৯) দিল্লি ৮০.৯৭

১০) গুয়াহাটি ৭৪.৪৯

15:08 (IST)06 May 19





















দশম শ্রেণির ফলাফলের ক্ষেত্রে আবারও উঠে এল তিরুবন্তপুরমের নাম

এখানে পাশের হার ৯৯.৮৫ শতাংশ । গত বছরও পাশের হার বেশি ছিল কেরেলার এই শহরে।

15:04 (IST)06 May 19





















ডিজিটাল মাধ্যমে রেজাল্ট

সিবিএসই তার নিজস্ব একাডেমিক 'পরিনাম মনজুশা' এর মাধ্যমে ডিজিটাল ভার্সনে দশম শ্রেণীর রেজাল্ড, মাইগ্রেশন সার্টিফিকেট এবং পাস সার্টিফিকেট দেবে। যার জন্য আপনাকে 'DigiLocker' https://digilocker.gov.in লিঙ্কে দিয়ে রেজিস্টার করতে হবে। ২০১৬ সাল থেকে সিবিএসই এই প্রক্রিয়া চালু করেছে।

14:59 (IST)06 May 19





















গতবছরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর

গত বছর ৫০০ এর মধ্যে ৪৮৯ পেয়ে প্রথম হয়েছিল গুরগাঁওয়ের অনুষ্কা পান্ডা ও গাজিয়াবাদের সন্যা গান্ধী।

14:54 (IST)06 May 19





















পাশের হার ৯১.১ শতাংশ।

গতবারের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে এবছর।  ২০১৮ সাল থেকে পাশের হারে বেড়েছে ৫ শতাংশ। তবে ২০১৭ সালে পাশের হার ছিল ৯৩.০৬ শতাংশ।  

14:48 (IST)06 May 19





















কীভাবে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে দেখবেন দশম শ্রেণির ফলাফল?

ডাউলনোড করুন “DigiResults” অ্যাপ। গুগলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে উপলব্ধ সএই অ্যাপ। 

14:43 (IST)06 May 19





















আজ প্রকাশিত হল দশম শ্রেণির ফলাফল

২ মে প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবারের পাশের হারে ছেলেদের চেয়ে ৯ শতাংশ এগিয়ে মেয়েরা। এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যুগ্ম প্রথম। ৫০০ এ ৪৯৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে হানসিকা শুক্লা ও করিশ্মা আরোরা। দ্বাদশ শ্রেণিতে এবছর উত্তীর্ণ হয়েছে ৮৩.৪ শতাংশ ছাত্রছাত্রী। পাশের হার সবচেয়ে বেশি ত্রিভান্দ্রামে, ৯৮.২ শতাংশ। তারপরেই রেয়েছে চেন্নাই ও দিল্লীর নাম।
CBSE cbse class 10 results
Advertisment