Advertisment

CBSE Class 10th result 2019: সিবিএসই পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপান্তরকামীরা

পাঁচ বছর পর পাশের হার বেড়েছে বলে জানিয়েছে সিবিএসই। গতবারের তুলনায় ৪.৪০ শতাংশ পাশের হার বেড়েছে এবছর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৬ মে সোমবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষার দশম শ্রেণির ফলাফল। যেখানে দেখা গেছে সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপান্তরকামী শিক্ষার্থীরা। এবছর তাদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ। গতবছর পাশের হার ছিল ৮৩.৩৩ শতাংশ। সমস্ত বিভাগেই সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছেন রূপান্তরকামীরা।

Advertisment

আরও পড়ুন: একইসঙ্গে প্রথম হয়েছে ছয়জন, প্রাপ্ত নম্বর ৪৯৯

এবছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় ২ শতাংশ বেশি। মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ ও ছেলেদের ৯০.১৪ শতাংশ।

পাঁচ বছর পর পাশের হার বেড়েছে বলে জানিয়েছে সিবিএসই। গতবারের তুলনায় ৪.৪০ শতাংশ পাশের হার বেড়েছে এবছর। ২০১৮ সালে মোট পাশ করেছিল ৮৮.৬৭ শতাংশ।

উল্লেখ্য, যারা প্রাপ্ত নম্বর নিয়ে খুশি নয়, রিভিউ করতে চায় তারা অনলাইন মাধ্যমে পুনরায় যাচাই করে দেখার জন্য আবেদন করতে পারেন। ৮ মে বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। যার জন্য খরচ ৫০০ টাকা। পুনর্মূল্যায়নের জন্যও আবেদন করতে পারেন। ২৪ মে থেকে ২৫ মে পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে পারেন। প্রতি প্রশ্ন পিছু খরচ ১০০ টাকা।

Read the full story in English

CBSE cbse class 10 results
Advertisment