Advertisment

CBSE 10th Result out: প্রকাশিত CBSE দশমের ফলাফল, পাশের হার নজরকাড়া! 

দ্বাদশের পরেই দশমের ফলাফল, কোন রাজ্য এগিয়ে?

author-image
Anurupa Chakraborty
New Update
CBSE Class 10th Result 2024 Live Updates: CBSE 10th Result 2024 at cbse.gov.in

সিবিএসই 10 তম ফলাফল 2024 লাইভ: ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট - cbse.gov.in বা results.cbse.nic.in এ ঘোষণা করা হয়েছে (প্রতিনিধি ছবি/ এক্সপ্রেস ছবি)

CBSE 10th Result 2024: প্রকাশিত CBSE দশমের ফলাফল। সকাল থেকেই ছিল খবর, দ্বাদশের পর যে দশমের ফল বেরোতে পারে এমনটাই আশা করছিলেন তারা। হলোও তাই। বেলা গড়াতেই রেজাল্ট ঘোষণা। 

Advertisment

এবছর দশমে পাশের হার ৯৩.৬০%। শেষ বছরের তুলনায় সেই পাশের হার বেড়েছে ০.৪৮%। ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে ফল। শুধু তাই নয়, রেজাল্ট ডাউনলোড পর্যন্ত করা যাবে। 

আরও পড়ুন - CBSE 12th Results 2024: প্রকাশিত CBSE দ্বাদশের ফলাফল, অনলাইনে কীভাবে পাবেন মার্কশিট?

কোন কোন লিংক থেকে জানা যাবে ফলাফল?

– cbse.gov.in

– cbseresults.nic.in

– results.digilocker.gov.in

– umang.gov.in

এবারও পাশের হারে এগিয়ে ত্রিভান্দাম। ৯৯.৭৫% নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। এরপর রয়েছে বিজয়ওয়াড়া, তারপর চেন্নাই। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। যদিও, গতবছরের তুলনায় ছেলেদের পাশের হার বার বেড়েছে। তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের মধ্যে বেড়েছে পাশের হার। এবছর পরীক্ষা হয়, ফেব্রুয়ারি ১৫ থেকে মার্চ ১৩।

উল্লেখ্য, সকালে বেরিয়েছে দ্বাদশ শ্রেণীর ফল। সেখানেও পাশের হার নজরকাড়া! এবার বেড়েছে পাশের হার। 

Education Board Exam CBSE Board Exam
Advertisment