করোনা মহামারীরর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে কবে হতে পারে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষা কবে হতে পারে তা নির্ধারণে রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে অংশ নিয়েছিলেন সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতরের সচিব ও বিভিন্ন বোর্ডের চেয়ারপার্সন ও বাণিজ্যিক কোর্সের বিশেষজ্ঞরাও। কিন্তু এই বৈঠকের পরও স্পষ্ট হয়নি কবে এবারের সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের তরফে প্রত্যেক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারকে আগামী ২৫ মে-র মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। জুনে করোনা পরিস্থিতি পর্যালোচনার পর পরীক্ষার সময়সূচি জানাতে পারে কেন্দ্রীয় সরকার।
কোনও তাড়াহুড়ো নয়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ পরিবেশের মধ্যেই পরীক্ষা সংগঠিত করতে চাইছে কেন্দ্র। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র সাসিত অঞ্চলগুলোর সঙ্গে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে চায় মোদী সরকার। এদিনের উচ্চ পর্যায়ের আলোচনায় তা পরিষ্কার করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। এই পরিস্থিতিতে গত ১৪ এপ্রিল সিবিএসই বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের দ্বাদশের পরীক্ষা অর্নিদিষ্টকালের জন্য পিছিয়ে দেয়। সায়িকভাবে স্থগিত করে দেওয়া হয় জেইই মেইন, ইউজিসি নেটের মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ও বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষাও।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২৫ মে-র মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর তরফে কবে পরীক্ষা হতে পারে তার পরামর্শ ও দেশের করোনা পরিস্থিতি বিচার করে জুনে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার দিন জানানো হবে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন