Advertisment

CBSE Class 12 Result 2021 Live Updates: ছাত্রদের ছাপিয়ে গেলেন ছাত্রীরা, পাশের হারে এবার রেকর্ড

CBSE Board Class 12 Result 2021 Announcement: cbse.nic.in এবং cbse.gov.in.-ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE, Class XII, Coorna India

মুল্যায়ন পদ্ধতি নির্ণয়ে কমিটি গঠন করে বোর্ড।

CBSE Class 12 Result 2021: প্রকাশিত CBSE-র দ্বাদশের ফল। এবছর ৯৯.৩৭% পরীক্ষার্থী পাশ করেছেন। ছাত্রদের তুলনায় ভাল ফল করেছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। এবছর পাশের হারে রেকর্ড। যদিও করোনা আবহে এবার পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশিত হয়েছে।

Advertisment

অবশেষে এল সেইদিন। আজ, শুক্রবার বেলা ২টোর পর প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত এবছরের সিবিএসই-র ফলাফল। এই খবরে উচ্ছ্বসিত পড়ুয়ারা। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, আজ বেলা ২টোর পর সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণির ফলাফল। cbse.nic.in এবং cbse.gov.in.-ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

এদিন মজার একটি টুইট করে ফল ঘোষণার সময় জানিয়েছে সিবিএসই। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 'দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে' ছবির একটি দৃশ্য পোস্ট করে তাতে লেখা হয়েছে, 'আখির ও দিন আ হি গয়া'।

করোনা আবহে এবছর সিবিএসই-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হয়নি। তাই রোল নম্বর পাননি পড়ুয়ারা। এবছর অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 30, 2021 15:09 IST
    প্রায় ১২ লক্ষের বেশি পড়ুয়া পাশ

    ফল প্রকাশে দেখা যাচ্ছে, ১২ লক্ষ ৯৬ হাজার ৩১৮ জন জন পড়ুয়া পরীক্ষার পাশ করেছেন।



  • Jul 30, 2021 15:05 IST
    প্রায় ৭০ হাজার পড়ুয়া ৯৫ শতাংশের বেশি পেয়েছেন

    প্রায় ৭০ হাজার পড়ুয়া ৯৫ শতাংশের বেশি পেয়েছেন। দেড় লক্ষের বেশি পড়ুয়া ৯০ শতাংশের বেশি পেয়েছেন।



  • Jul 30, 2021 14:52 IST
    এবছর পাশের হারে রেকর্ড

    এবছর পাশের হারে রেকর্ড। যদিও করোনা আবহে এবার পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশিত হয়েছে।



  • Jul 30, 2021 14:51 IST
    ছাত্রদের ছাপিয়ে গেলেন ছাত্রীরা

    ছাত্রদের তুলনায় ভাল ফল করেছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ।



  • Jul 30, 2021 14:51 IST
    প্রকাশিত CBSE-র দ্বাদশের ফল

    প্রকাশিত CBSE-র দ্বাদশের ফল। এবছর ৯৯.৩৭% পরীক্ষার্থী পাশ করেছেন।



  • Jul 30, 2021 12:20 IST
    মজার একটি টুইট করে ফল ঘোষণার সময় জানিয়েছে সিবিএসই

    অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’ ছবির একটি দৃশ্য পোস্ট করে তাতে লেখা হয়েছে, ‘আখির ও দিন আ হি গয়া’।



  • Jul 30, 2021 12:18 IST
    সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফলাফল

    cbse.nic.in এবং cbse.gov.in.-ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।



  • Jul 30, 2021 12:18 IST
    অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হবে

    করোনা আবহে এবছর সিবিএসই-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হয়নি। তাই রোল নম্বর পাননি পড়ুয়ারা। এবছর অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হবে।



CBSE Board Exam CBSE Class 12 Results
Advertisment