প্রকাশিত CBSE দশমের টার্ম টু-এর ফলাফল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটেই পরপর লিঙ্ক শেয়ার করেছে বোর্ড কর্তৃপক্ষ। পাশের হার ৯৪.৪০ শতাংশ। প্রথম টার্মের রেজাল্ট প্রকাশ করা হয় মার্চ মাসে। যদিও আজই দশম শ্রেণীর ফলাফল বেরবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল বোর্ড, তবে দুপুর গড়াতেই বহু প্রতীক্ষিত ফলপ্রকাশ করল CBSE।
পরীক্ষার জন্য রেজিস্টার করেছিল ২১ লক্ষ ৯ হাজার ২০৮ জন পড়ুয়া, যার মধ্যে পাশ করেছে ১৯ লক্ষ, ৭৬ হাজার ৬৬৮ জন। গতবছরের ন্যায় এইবছর পাশের হাড় কমেছে। প্রথম টার্মের পর কোনরকম রেজাল্ট অথবা স্কোর কার্ড তাঁদের দেওয়া হয়নি, অথচ এবার তাঁরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সেটি ডাউনলোড করতে পারবে।
আরও পড়ুন < CBSE 12th Results 2022: সেরার সেরা উত্তরপ্রদেশ, প্রথম দশে নেই বাংলার কোনও পড়ুয়া >
এবারও প্রথম পাঁচে দক্ষিণের সাফল্য চূড়ান্ত। রাজ্যের মধ্যে প্রথম ত্রিবান্দ্রম, পাশের হার ৯৯. ৬৮%। তারপরে রয়েছে বেঙ্গালুরু, পাশের হার ৯৯.২২%। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই, পাশের হার ৯৮.৯৭%। চতুর্থ স্থানে আজমের, পঞ্চম স্থানে পাটনা। আবারও মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। মেয়েদের পাশের হার ৯৫.২১%। ছেলেদের পাশের হার ৯৩.৮০%।
ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি। ফলাফল দেখা যাবে - cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in and cbseresults.gov.in. - এই ওয়েবসাইটগুলিতে। CBSE-র তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিবারই সময় নিয়ে রেজাল্ট বের করা হয় যাতে পড়ুয়ারা নিশ্চিন্তে ভর্তি হতে পারে।