scorecardresearch

বড় খবর

CBSE CTET 2018 Answer Keys: আগামী সপ্তাহে মিলবে CTET পরীক্ষার আনসার কী

CBSE to Release CTET 2018 Answer Keys Soon: CTET ডিরেক্টর অনুরাগ ত্রিপাঠি জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ ২১ ডিসেম্বর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আনসার কী প্রকাশের তারিখ জানানো হবে।

CBSE CTET 2018 Answer Keys: আগামী সপ্তাহে মিলবে CTET পরীক্ষার আনসার কী
CBSE CTET 2018 Answer Keys

CTET 2018 answer keys: আগামী সপ্তাহেই প্রকাশিত হবে CTET পরীক্ষার আনসার কী। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বয়েছিলেন তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে আনসার কী চেক করতে পারেন। CTET ডিরেক্টর অনুরাগ ত্রিপাঠি জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ ২১ ডিসেম্বর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আনসার কী প্রকাশের তারিখ জানানো হবে।

পরীক্ষা হয়েছিল ৯ ডিসেম্বর। এই বছর প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী CTET পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৫৮ শতাংশ মহিলা প্রার্থী, ৩৩,১০৭ জন ভিন্নভাবে সক্ষম এবং ১৯৯ জন রূপান্তরকামী।

আরও পড়ুন: ১২৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

কীভাবে ডাউনলোড করবেন CBSE CTET আনসার কী।

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট http://www.ctet.nic.in এ যান

Step 2: হোমপেজে আনসার কী লিঙ্কে ক্লিক করুন

Step 3: রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য বিস্তারিত তথ্য দিন

Step 4: স্ক্রীনে CTET আনসার কী আসবে

Step 5: যদি কোনও উত্তর সংক্রান্ত বিষয়ে অবজেকশন করতে হয় সে ক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া ফর্ম্যাট অনুসরণ করুন

এই বছর থেকে ডিজিটাল ফর্ম্যাটে শংসাপত্র পাবেন পরীক্ষার্থীরা। ত্রিপাঠির কথায়, “বিপুল পরিমাণ অর্থ, কাগজের, গাছ, জলের মতো মূল্যবান সম্পদ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, বড় আকারের কার্বন নিঃসরণ বন্ধ করাই এর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি আরও বলেন, পরিবেশের সুরক্ষার স্বার্থে CBSE-র অঙ্গীকার এটি।

এ বিষয়ে CTET ডিরেক্টর আরও জানান, “মার্কশিট বা সার্টিফিকেটে encrypted QR code থাকবে। বোর্ডের তরফে পাঠানো লগ ইন ডিটেলস দিয়ে ডাউনলোড করা যাবে এই সার্টিফিকেট।” প্রসঙ্গত, CBSE-তে যেই ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে সেই নম্বরেই মিলবে লগ ইন ডিটেলস।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Cbse ctet 2018 answer keys release date confirmed check here