CBSE Class 10, 12 exams 2019: আগামি ৫ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার প্রকাশ করা হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভোকেশনাল পরীক্ষার সময়সূচী। পরীক্ষার্থীরা সিবিএসসি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in -এ ভিজিট করে জানতে পারবেন বিস্তারিত তথ্য।এবং ২০১৯-এর সিবিএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর ভোকেশনাল পরীক্ষার সময়সূচী। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "প্রায় সমস্ত প্রস্তুতিই হয়ে গিয়েছে। আগামি শুক্রবারই সময়সূচী প্রকাশ করা হবে।"
প্রতি বছর মার্চমাসেই ই হয় সিবিএসসি-র পরীক্ষা, তবে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৯ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা সংগঠিত করতে হবে। পাশাপাশি দিল্লি হাইকোর্ট আরও জানায় যে, শিক্ষার্থীদের সুবিদার্থে কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই পরীক্ষার ফলাফল এবং রিভিউ ফলাফলও প্রকাশ করতে হবে দিল্লি ইউনিভার্সিটি এবং সিবিএসসি বোর্ডকে।
How to check CBSE Class 10 and 12 Vocational Subjects Exam Datesheet 2019
৪০টি ভোকেশনাল সাবজেক্ট ছাড়াও সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় থাকছে টাইপোগ্রাফি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (ইংরাজি), ওয়েব অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স, অফিস কমিউনিকেশনের মতো বেশ কিছু বিষয়ও। এই বিষয়গুলিতে কার্যত থিওরি পেপারের থেকেও বেশি থাকবে প্রাক্টিকাল ওয়ার্ক।
সম্প্রতি একটি মিডিয়া রিলিজে বোর্ডের তরফে জানানো হয় বর্তমানে প্রযুক্তিগত উন্নতির হয়েছে। কাজেই যাতে শিক্ষার্থীরা ডিগ্রী কোর্সের জন্য বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পায় সহজেই সেদিকটা খেয়াল রেখেই যত শীঘ্রই সম্ভব CBSE পরীক্ষার ফলাফল এবং রিভিউ ফলাফল দুই-ই প্রকাশ করবে বোর্ড।
২০১৮ তে সিবিএসসি পরীক্ষা শুরু হয়েছিল মার্চে শেষ হয় এপ্রিলে। প্রায় ১০.৭৬ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার আবেদন করেন এবং পরীক্ষায় বসেন প্রায় ১০.২০ লক্ষ ছাত্রছাত্রী।