নিজের স্কুলেই দিতে হবে সিবিএসই বোর্ডের বাকি থাকা পরীক্ষা। করোনা পরিস্থিতিতে যাতায়াত কম করার জন্যই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। মঙ্গলবার জাতীয় টেলিভিশনে প্রশ্ন উত্তর পর্বে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বাকি থাকা বোর্ড পরীক্ষা নিজের স্কুলেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কঠোরভাবে পালন করা হবে সামাজিক দুরত্ব।
মন্ত্রী জানিয়েছিলেন বোর্ড পরীক্ষার জন্য মূল্যায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, উত্তর পূর্ব দিল্লির শিক্ষার্থীদের মধ্যে যারা দাঙ্গার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ হলে, বোর্ড শীঘ্রই ফলাফল প্রকাশের চেষ্টা করবে। আশা করা হচ্ছে, জুলাইয়ের শেষার্ধে ফলাফল ঘোষণা করা হবে। ১৫ জুলাই বোর্ডের বাকি থাকা পরীক্ষা শেষ হবে।
Read the full story in English