Advertisment

পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাবে সিবিএসই বোর্ড

শীর্ষ আদালতের রায়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
পাইলটহীন গেহলটের ককপিট।।চাবাহার রেল প্রকল্প নিয়ে কেন্দ্রকে দুষল কংগ্রেস।।কাল সিবিএসই দশমের ফল

কেন্দ্রীয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) মঙ্গলবার সুপ্রিম কোর্টকে বিচারাধীন দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে জানাবে, যা কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত রয়েছে।

Advertisment

গত সপ্তাহে বোর্ড আদালতকে জানিয়েছিল, "খুব শিগগিরই" সিদ্ধান্ত নেওয়া হবে। অভিভাবকদের একাংশের আবেদনের পর, ১ থেকে ১৫ জুলাই বাকি থাকা দশম ও দ্বাদশ পরীক্ষার জন্য নোটিফিকেশন বাতিল করার ভাবনা চিন্তায় বোর্ড এবং শিক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বা পূর্ববর্তী পরীক্ষার নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফলাফল প্রকাশ করা হবে।

মহারাষ্ট্র, দিল্লি এবং ওড়িশা সরকার এইচআরডি মন্ত্রকের কাছে একই অনুরোধ জানিয়েছে।

সিদ্ধান্তটি মঙ্গলবার আদালতে জানানো হবে এবং তত্কালীন শীর্ষ আদালতের নির্দেশিকা অনুসারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন সিবিএসইর এক উচ্চপদস্থ কর্মকর্তা।

অভিভাবকরা আবেদনে বলেছিলেন, যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে শিক্ষার্থীরা যদি পরীক্ষায় অংশ নেয় তবে তাদেরও কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ভয় থাকছে।

বোর্ড উল্লেখ করেছে, সিবিএসই বিদেশে অবস্থিত প্রায় আড়াইশটি স্কুলের জন্য দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে এবং মহামারীর কারণে বোর্ড পরীক্ষামূলক বা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদেশে শীর্ষ আদালতের রায়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Read the full story in English

CBSE
Advertisment