scorecardresearch

CBSE NEET Result 2018: সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় প্রথম বিহারের কল্পনা, রাজ্যে সম্ভাব্য প্রথম ঋত্বিক সাহু

৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নিটে প্রথম হয়েছেন বিহারের কল্পনা কুমারী। এ রাজ্যে নিটে সবথেকে ভাল ফল করেছেন ঋত্বিক কুমার সাহু।

CBSE NEET Result 2018:
CBSE NEET Result 2018: প্রথম বিহারের কল্পনা কুমারী। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

CBSE NEET Result 2018: সিবিএসই নিটেও প্রথম স্থান ধরে রাখলেন এক ছাত্রীই। ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নিটে প্রথম হয়েছেন বিহারের কল্পনা কুমারী। ১৮০ নম্বরের মধ্যে পদার্থবিদ্যায় কল্পনার প্রাপ্ত নম্বর ১৭১, রসায়নে পেয়েছেন ১৬০। বায়োলজিতে ৩৬০ নম্বরের মধ্যে ৩৬০-ই পেয়েছেন কল্পনা। সবমিলিয়ে মোট ৭২০ নম্বরের মধ্যে কল্পনা পেয়েছেন ৬৯১। এ রাজ্যে নিটে সবথেকে ভাল ফল করেছেন ঋত্বিক কুমার সাহু। সর্ব ভারতীয় স্তরে ১৩ র‌্যাঙ্ক করেছেন ঋত্বিক।

CBSE NEET Result 2018
CBSE NEET Result 2018: নিটে পরীক্ষার্থীদের র‌্যাঙ্ক। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, CBSE 12th Result 2018 Update: সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত, তিরুবনন্তপুরমে পাশের হার সর্বাধিক

নিটের ফল জানা যাবে বেশ কয়েকটি ওয়েবসাইটে। cbseneet.nic.in, cbseresults.nic.in. ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ বছর প্রায় ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিটে বসেছিলেন। গত ৬ মে এই পরীক্ষা হয়েছিল। গতমাসের ২৫ তারিখ সমাধানসূত্র(answer keys) প্রকাশ করেছিল বোর্ড। সমাধানসূত্রে কোনওরকম আপত্তি তা থাকলে তা জানানোর সময়সীমা দেওয়া হয়েছিলব ২৭ মে পর্যন্ত। গত বছরের তুলনায় এবার ফিজিক্স প্রশ্নপত্র বেশি দীর্ঘায়িত হয়েছিল বলে অভিযোগ করেছিলেন পরীক্ষার্থীদের একাংশ।হিন্দি, ইংরেজি, উর্দু, গুজরাতি, মারাঠি, ওড়িয়া, বাংলা, অসমিয়া, তেলেগু, তামিল ও কন্নড় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Cbse neet result 2018 bengali