ঘোষিত হল টেট পরীক্ষার দিনক্ষণ, আগামিকাল থেকে করা যাবে আবেদন

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে সিবিএসই তরফে।

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে সিবিএসই তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

CBSE CTET 2020:

সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি পরীক্ষার (সিটেট) দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। চলতি বছরের ৫ জুলাই পরীক্ষা। ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত 'সিটেট' পরীক্ষার আবেদন করা যাবে।

Advertisment

ctet.nic.in. ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে সিবিএসই তরফে।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরিবর্তনের অনুরোধ প্রথম স্থানাধিকারির

CBSE CTET 2020: Exam pattern

Advertisment

'Paper 1' এ থাকবে ৩০ টি প্রশ্ন শিশু উন্নয়ন এবং শিক্ষানীতি, ভাষা ১, ভাষা ২, অঙ্ক, পরিবেশ বিদ্যা বিষয়ের উপর।

তেমনি, 'Paper II' তেও থাকবে শিশু বিকাশে উপর ৩০ টি প্রশ্ন থাকবে শিক্ষানীতি, ভাষা ১, ভাষা ২ বিষয়ে এবং ৬০ টি প্রশ্ন থাকবে অঙ্ক, বিজ্ঞান, সোশাল স্টাডিজ / সোশাল সায়েন্স বিষয়ে।

দুটো পেপারের সময়সীমা থাকবে মোট ২.৫ ঘণ্টা।

আরও পড়ুন:চার ভারতীয় বায়ুসেনা পাইলটের সঙ্গে মহাকাশ পাড়ি দেবেন মহিলা, নাম ‘ব্যোমমিত্র’

দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সারা দেশের ৯৭ টি শহরে ২০ টি ভাষায় সিটেট পরীক্ষা করবে। পাটনা ও গুয়াহাটি থেকে বিপুল সংখ্যক আবেদনকারীর কারণে এ বছর আসাম ও বিহার রাজ্যের আরও বেশি শহর যুক্ত করা হয়েছে। শহরগুলির তালিকার মধ্যে রয়েছে আসামের ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট এবং শিলচর এবং বিহারের ভাগলপুর, দরভাঙ্গা, গয়া, মুজাফফরপুর, পাটনা এবং বৈশালী।

Read the full story in English

Education