Advertisment

CBSE 12th Result 2023 Declared: CBSE দ্বাদশে দক্ষিণের জয়জয়কার, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের

CBSE Class 12th Result 2023 Out: পাশের হারে এগিয়ে কোন রাজ্য?

author-image
IE Bangla Web Desk
New Update
cbse result 2023 out | cbse class 12 result declared | cbse 12th result 2023 news

CBSE ক্লাস 12 তম ফলাফল 2023 ঘোষণা করা হয়েছে

CBSE 12th Board Result 2023 Declared: প্রকাশিত CBSE দ্বাদশের ফলাফল। শুক্রবার প্রকাশিত হয়েছে ফলাফল। অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

Advertisment

এবছর পাশের হার ৮৭.৩৩ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার ৫ শতাংশ কমেছে। ২০২২ সালে পাশের হার ছিল ৯২.৭১%। এমনকি করোনা মহামারীর সময়ও পাশের হার বেশ ভালই ছিল। দুবছরের তুলনায় এবছর পাশের হার কমেছে অনেকটাই।

পরীক্ষা দিয়েছিল মোট ১৬ লক্ষ ৬ হাজার ৫১১ জন। তাঁর মধ্যে পাশ করেছেন ১৪ লক্ষ ৪৫ হাজার ১৭৪ জন। প্রায় ২ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাশের হার সবথেকে বেশি কেরালার তিরুবনন্তপুরমে। ৯৯ শতাংশ পাশ করেছে এই রাজ্যে। এরপরেই রয়েছে বেঙ্গালুরু ( ৯৮.৬৪% ) এবং চেন্নাই ( ৯৭.৪০% )। দিল্লি পশ্চিম রয়েছে চতুর্থ স্থানে।

এবছর পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে। গত দুবছরের করোনা মহামারী কাটিয়ে এবছর সঠিকভাবে হয় পরীক্ষা। এদিকে, সামনেই পশ্চিমবঙ্গ মাধ্যমিকের রেজাল্ট। ১৯ তারিখ প্রকাশ হবে ফলাফল।

আরও পড়ুন মাধ্যমিকের রেজাল্টে বিরাট বদল! কী সেই পরিবর্তন? পড়ুয়া-অভিভাবকরা জানুন দ্রুত

প্রতি বছরের মতো, CBSE এবার মেধা তালিকা ঘোষণা করেনি, তবে, ০.১% শিক্ষার্থী যারা প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তারা একটি মেধা শংসাপত্র পাবে। প্রায় ১ লক্ষ ১২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী ৯০% এর উপরে স্কোর করেছে এবং তাদের মধ্যে ২২ হাজার ৬২২ জন ৯৫%-এর উপরে স্কোর করেছে। কম্পার্টমেন্ট প্রার্থীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭০৫।

CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষাগুলি সকাল ১০.৩০টা থেকে শুরু হয়েছিল। বেশির ভাগ পরীক্ষা ছিল তিন ঘণ্টার এবং শেষ হয় দুপুর দেড়টায়, কিছু পরীক্ষা দুই ঘণ্টার ছিল এবং শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রায় ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কোথায় দেখা যাবে রেজাল্ট?

cbse.gov.in, results.nic.in -- এখানেই দেখা যাবে রেজাল্ট

Education CBSE
Advertisment