/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/cbse-2.jpg)
প্রথম দশে নেই পশ্চিমবঙ্গও?
প্রকাশিত CBSE দ্বাদশের ফলাফল। শুক্রবার দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করা হয়েছে। এবছর দুই পার্ট অনুযায়ী পরীক্ষা হয়। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। পরীক্ষা দিয়েছিলেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৬৬ জন। গোটা দেশে প্রথম হয়েছেন নয়ডার যুবাক্ষী ভিগ। অভূতপূর্ব ভাবে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।
পাশের ক্ষেত্রে এ রাজ্যের পড়ুয়ারা একেবারেই পিছিয়ে। মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে বাংলার কোনও ছাত্র কিংবা ছাত্রী নেই। বলা বাহুল্য, প্রথম ১৫টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের উল্লেখ নেই। পাশের নিরিখে সর্বপ্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম, দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে চেন্নাই। দেশের মধ্যে সম্ভাব্য প্রথম যুবাক্ষী ভিগ - পাঁচটা বিষয়েই ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী তিনি। প্রাপ্ত নম্বর ৫০০।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/up.jpg)
এই রাজ্যের কৃতি পড়ুয়াদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানালেন তিনি। ধন্যবাদ জানালেন স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের। মুখ্যমন্ত্রী এদিন টুইটের মাধ্যমে জানান, যারা আশাপ্রদ ফল করেনি তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা রইল।
Congratulations to our successful students and rank-holders of CBSE examination! Kudos to the guardians, teachers, schools. Those who have fared below expectations must resolve to fight better in future.
— Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2022
আরও পড়ুন CBSE Class 12th results 2022: ঘোষিত সিবিএসই দ্বাদশের ফলাফল, পাশের হার ৯২.৭১ শতাংশ
ICSE-র দশম শ্রেণির ফলাফলে নজরকাড়া সাফল্য ছিল পশ্চিমবঙ্গের পড়ুয়াদের। কম করে ৫০ জনের কাছাকাছি পড়ুয়ারা প্রথম দশে র্যাঙ্ক পায়। রাজ্যের সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন সকলেই। তবে CBSE পরীক্ষায় পড়ুয়াদের এহেন পিছিয়ে পড়ার কারণ এখনও অজানা।
একদিনে দ্বাদশ এবং দশম শ্রেণির ফলপ্রকাশ। ২টো থেকে ফলপ্রকাশ দশম শ্রেণির। যদিও বা টার্ম টু-এর ফলাফল আজই বেরোবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে CBSE।