Advertisment

বাতিল চলতি বছরের CBSE দ্বাদশের পরীক্ষা, মোদীর উপস্থিতিতেও বৈঠক নিস্ফলা

পড়ুয়া স্বার্থে এই পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE Board Exam, High power Comittee, PM Modi, Corona India, Class XII Exam

একাধিক বিকল্প নিয়ে আলোচনা হলেও, মেলেনি সমধানসুত্র

বাতিল হল চলতি বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গোটা শিক্ষাবর্ষের গৃহীত পরীক্ষার ফল ধাপে ধাপে প্রকাশ করবে সিবিএসই বোর্ড।

Advertisment

এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অন্য কেন্দ্রীয় মন্ত্রী, ক্যাবিনেট সচিব-সহ বোর্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা গ্রহণের একাধিক বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও বিকল্পে সমাধানসুত্র না মেলায় এই সিদ্ধান্ত।

পড়ুয়া স্বার্থে এই পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি বৈঠকের শুরুতেই বলেন, ‘বোর্ড পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তা জত দ্রুত সম্ভব দূর করতেই হবে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Class XII Exam CBSE Board Exam PM Narendra Modi
Advertisment