Advertisment

এনসিইআরটি নয়, সিবিএসই সিলেবাসেই হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা

বোর্ডের পরীক্ষা অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য সিবিএসই'র সিলেবাস অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২০ সালে অনুষ্ঠেয় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নির্দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি বা NCERT) সিলেবাসের ভিত্তিতে নয়, ২০২০ সালে পরীক্ষা হবে সিবিএসই সিলেবাসের ভিত্তিতেই। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে আগামী পরীক্ষার সিলেবাস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সিবিএসই।

Advertisment

তাদের বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য NCERT-র বই দেওয়া হয়েছিল। তবে বোর্ডের নজরে এসেছে যে, পরীক্ষার জন্য যথাযথ নয় এনসিইআরটি বইগুলির সিলেবাস। নির্দিষ্ট অধ্যায় উল্লেখ করেই সিবিএসই জানিয়েছে, পরীক্ষার প্রশ্ন-উত্তরের মডেল তৈরির জন্য একাধিক অধ্যায় যথাযথ নয়। তাই বোর্ডের পরীক্ষা অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য সিবিএসই'র সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২০ সালে অনুষ্ঠেয় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নির্দেশ।

উল্লেখ্য, সিবিএসই অঙ্কের সিলেবাসকে দু'ভাবে ভাগ করে দিয়েছে। এক 'স্ট্যান্ডার্ড', দুই 'বেসিক'। মূলত অঙ্কে দুর্বল পড়ুয়াদের জন্যই বেসিক সিলেবাস। উচ্চ স্তরের অঙ্ক করতে হবে না তাদের। প্রত্যেক বিষয়ে থাকছে ২০ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিকাল।

Read the full story in English

CBSE
Advertisment