Advertisment

করোনা পরিস্থিতিতে, সিবিএসই বোর্ডের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকলে উত্তীর্ণ

নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পাস করানো হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লক ডাউন এর কারণে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পাস করানো হবে।

Advertisment

টুইটারে মানবসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, "কোভিড ১৯-এর কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি সিবিএসই-কে প্রথম-অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণী / গ্রেডে উত্তীর্ণ করার পরামর্শ দিয়েছি।"

সিবিএসই কেবলমাত্র গুরুত্বপূর্ণ পেপারে পরীক্ষা নেবে। মন্ত্রী টুইট করে জানিয়েছন, "কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি সিবিএসইকে পরামর্শ দিয়েছি । ভবিষ্যতের কথা মাথায় রেখে বোর্ড পরীক্ষায় মূল ২৯ টি পেপারে পরীক্ষা নেওয়া হবে। যা তাদের ভবিষ্যতের জন্য যথাযথ"।

CBSE
Advertisment