করোনা পরিস্থিতিতে নবম এবং একাদশ শ্রেণির সমস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (সিবিএসই)। মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) মন্ত্রী রমেশ পোখরিয়া তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, নবম ও একাদশ শ্রেণির জন্য অনলাইন / অফলাইনে পরীক্ষা হবে। এদিন মন্ত্রী স্কুলগুলিকে পুনরায় পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য নির্দেশ দেন।
বৃহস্পতিবার সিবিএসই-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি এই বছরের জন্যই সীমাবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য পড়ুয়াদের পরের ক্লাসে তোলা হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল।
সিবিএসই-র এই সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। অকৃতকার্য হওয়া পড়ুয়া এবং তাদের অভিভাবকদের অনুরোধ করেছেন, বাড়িতে থেকে মন দিয়ে লেখাপড়া করার। ফেল করা প্রতিটি বিষয়ের উপরেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।
Read the full story in English