৬ মে প্রকাশিত হতে চলেছে সিবিএসই পরীক্ষার দশম শ্রেণির ফলাফল। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২ মে। সেদিনই শোনা গিয়েছিল ৫ মে প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল। তবে সিবিএসই’র মুখপাত্র রমা শর্মা তা গুজব বলে ঘোষণা করেন রবিবার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৬ মে দুপুর ৩টের সময় প্রকাশিত হবে সিবিএসসির দশম শ্রেণীর ফলাফল।
সিবিএসই-র ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলি হল – cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in.। এছাড়া গুগলে গিয়ে লিখুন CBSE Exam, class 10. সার্চ রেজাল্টে প্রথমেই একটি ফর্ম আসবে ডিসপ্লেতে, যেখানে নথিভুক্ত করতে হবে রোল নম্বর, সেন্টার নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, তারপর ক্লিক করতে হবে ‘check exam results’ এ।
গত বছর ফলাফলের জন্য মাইক্রোসফ্টের সঙ্গে জোট বেঁধেছিল সিবিএসই। লঞ্চ করা হয়েছিল অ্যাপ। এবছরও চালু আছে সেই অ্যাপ। ছাত্র ছাত্রী এবং তার পরিবার চটজলদি রেজাল্ট জানার জন্য ওই অ্যাপে প্রি রেজিস্টার করে রাখতে পারেন, এবং এসএমএস পদ্ধতিটি চালু রাখতে পারেন। যার ফলে ইন্টারনেট না থাকলেও, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই আপনার ফোনে পৌঁছে যাবে ফলাফল।
CBSE Board 10th Result 2019: How to check কীভাবে ফল জানবেন?
১) cbse.nic.in, cbseresults.nic.in- অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) ডাউনলোড রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) সেখানে নথিভুক্ত করুন আপনার রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর।
৪) ফোনের স্ক্রিনে চলে আসবে ফলাফল।