scorecardresearch

CISCE ISC 12th, ICSE 10th Result declared: প্রকাশিত দশম এবং দ্বাদশের ফলাফল, নজরকাড়া পাশের হার

কেমন হল রেজাল্ট?

CISCE Board Result 2023 | ICSE 10th Result 2023 | ISC 12th Result 2023
ICSE-র ফলপ্রকাশ

প্রকাশিত ICSE দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল। গতকাল বেরোনোর কথা থাকলেও আজই প্রকাশিত হয়েছে এই ফল। দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল।

একইসঙ্গে দুই শ্রেণীর ফল প্রকাশ করা হয়েছে। ICSE তে পাশের হাত ৯৮.৯৪% এবং ISC তে পাশের হার ৯৬.৯৩%। অবশ্যই পড়ুয়াদের রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গে সাইট থেকে প্রভিশনাল মার্কশিট ডাউনলোড করতে হবে।

পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। ICSE-তে মেয়েদের পাশের হার ৯৯.২১%। ছেলেদের পাশের হার ৯৮%। অন্যদিকে ISC-তে মেয়েদের পাশের হার ৯৮.১%। ছেলেদের পাশের হার ৯৫.৯৬%। এগিয়ে রয়েছে মেয়েরাই। ICSE দশমে প্রথম স্থানে রয়েছে ন’জন।

আগামী ২১ তারিখ পর্যন্ত রি-চেকিং এর অপশন থাকবে। যে পরীক্ষার্থীদের নিজের নম্বর নিয়ে সন্দেহ রয়েছে তাঁরা এটিকে কাজে লাগাতে পারে।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Cisce isc 12th icse 10th result 2023 declared