Advertisment

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার রুটিন

ICSE, ISC Exam 2020 Dates Announced: জেনে নিন পরীক্ষার রুটিন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ICSE and ISC Board 2020 revised schedule/ exam date sheet released on cisce.org.:কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্টিফিকেশন ঘোষণা করল দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা বোর্ড পরীক্ষার দিন। ১ জুলাই থেকে শুরু হবে ICSE এবং ISC পরীক্ষা শুরু হবে। বিবৃতি জারি করে বোর্ড জানিয়েছে, ২ থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে পরীক্ষা। ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষা।

Advertisment

 ICSE, ISC Exam 2020 Date Sheet released

কেন্দ্রীয় সরকার সম্প্রতি বোর্ড পরীক্ষা পরিচালনার জন্য একটি গাইডলাইন জারি করেছে। যেখানে স্পষ্ট উল্লেখ আছে, কনটেনমেন্ট জোন পরীক্ষা কেন্দ্র রাখা যাবে না এবং ছাত্রছাত্রীদের পরিবহণের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। পরীক্ষার্থী দের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য পরিবহনকে ছাড়ের অনুমতি দেওয়া হবে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং করতে হবে। তাদের কাছে নিজস্ব স্যানিটাইজার আছে কিনা তা দেখতে হবে। পাশাপশি প্রত্যেক পরীক্ষার্থীদের মাস্ক পড়তে হবে।

ICSE exam time and date দশম শ্রেণির পরীক্ষার রুটিন

ISE exam date and time দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী (এইচআরডি) এর আগেই পরীক্ষাগুলিতে ফেস মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছিলেন। পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে পালন করা হবে সামাজিক দূরত্ব।

ICSE
Advertisment