Advertisment

একাদশ শ্রেণিতে ভর্তি আগস্টে, যেতে হবে অভিভাবকদের

ছাত্র ছাত্রীদের স্কুলে আসার প্রয়োজনীতা নেই। স্বাস্থ্য বিধি পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে অভিভাবকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
রাষ্ট্রপতিকে চিঠি মমতার।।ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূলকর্মী।।করোনা যোদ্ধাদের জন্য় নয়া ঘোষণা।।মাধ্য়মিকে কলকাতাকে টেক্কা জেলার

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র

ভর্তি কিভাবে হবে, কবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। এদিন ফলাফল প্রকাশের পর সে প্রশ্নেরই উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে ভর্তি পক্রিয়া সম্পর্কে বার্তা দিলেন তিনি।

Advertisment

২২ ও ২৩ তারিখ প্রতিটি স্কুল থেকে দেওয়া হবে মার্কশিট। আগামী এক সপ্তাহের মধ্যে ক্যাম্প করে প্রটি স্কুলকে স্যানিটাইজ করা হবে। মার্কশিট অভিভাবকদের হাতে দেওয়া হবে। ছাত্র ছাত্রীদের স্কুলে আসার প্রয়োজনীতা নেই। স্বাস্থ্য বিধি পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে অভিভাবকদের। পাশাপাশি শিক্ষা দফতরের সচিব, কমিশনার, স্কুলের ডিআই, ডি এম দের কাছে অনুরোধ করা হচ্ছে সুষ্ঠভাবে যেন এই দুই দিন মার্কশিট তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে।

যে সকল পড়ুয়ারা নিজেদের স্কুলে ভর্তি হবে তাদের ১ থেকে ১০ আগস্টের মধ্যে ভর্তি পক্রিয়া চলবে। যারা অন্য স্কুলে ভর্তি হবে, তাদের ১১ থেকে ৩১ আগস্টের মধ্যে ভর্তির প্রক্রিয়া চলবে। অন্যদিকে কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইন। গত বছর থেকেই বাংলায় প্রতিটি কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইন করা হয়েছিল । ছ ছাত্র ছ্ত্রীদের ভর্তি হতে কলেজে যেতে হবে না। অনলাইনেই সমস্ত তথ্য পাওয়া যাবে। অনলাইনে ফর্ম ভর্তি করে, নির্দিষ্ট দিনে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে হবে। প্রতি কলেজের নিজস্ব ব্যবস্থা রয়েছে। কলেজের প্রথমদিনের ক্লাসে কাছে রাখতে হবে আসল কাগজ পত্র। কোনও সমস্যা দেখলে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কলেজে ভর্তি নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

স্কুলে একাদশ শ্রণিতে ভর্তির ক্ষেত্রে অভিভাবকরাই ভর্তি করবেন তাদের সন্তানদের। এদিন মন্ত্রী, প্রধান পরীক্ষক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মীদের মধ্য শিক্ষাপর্ষদকে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা নিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে ক্লাস কবে থেকে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থা।

partha chatterjee
Advertisment