Advertisment

একাদশে ভর্তির নয়া বিজ্ঞপ্তি জারি, কীসের ভিত্তিতে নির্বাচন দেখে নিন

মেধাতালিকা থেকে ভর্তির নানান নিয়ম, জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
class eleven guideline

মেধাতালিকার ভিত্তিতে ভর্তির নির্দেশ শিক্ষা সংসদের

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই জানানো হয়েছিল, নূন্যতম ৩৫ শতাংশ নম্বরই বিভাগীয় বিষয় নির্বাচনের পক্ষে যথেষ্ট। সঙ্গেই শিক্ষার আসন বাড়িয়ে ৪০০ করার নির্দেশও মিলেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি উপলক্ষে আবেদন পত্র নিজের স্কুলে এবং প্রয়োজন হলে অন্যান্য স্কুলে জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisment

এগিয়ে বাংলার স্কুল এডুকেশন কর্তৃপক্ষ - এর তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশাবলী। তাতে কী কী বলা হয়েছে দেখে নিন একনজরে।

  • বিভিন্ন সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণে সরকারি নিয়মই প্রযোজ্য। আসন সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত জানতে হলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ হবে। সেই অনুযায়ী ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে।
  • আবেদন করাকালীন নিজের বিষয় এবং set ভাল করে দেখে নিতে হবে। পরে এটিকে পরিবর্তন করা যাবে না। সেই তালিকা অনুযায়ীই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • সেট নিজের মত বানালে চলবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত SET ১, SET ২ এবং SET ৩ এই নির্দিষ্ট বিষয় কম্বিনেশন অনুসরণ করতে হবে।
  • খেয়াল রাখতে হবে, যে আবেদন পত্র পূরণ করার সময় সর্বমোট নম্বরের ক্ষেত্রে অ্যাডিশনাল অথবা ঐচ্ছিক বিষয় বাদ দিতে হবে।

আরও পড়ুন একাদশ শ্রেণিতেও ভোল-বদল, মাধ্যমিকের ফল প্রকাশের পরেই একগুচ্ছ গাইডলাইন শিক্ষা সংসদের

বিশেষ উল্লেখ্য:-

ছাত্রছাত্রীদের নিজের আবেদন পত্রের সঙ্গে, মার্ক শিট, অ্যাডমিট কার্ড, অন্য কোনও স্কুলে আবেদন করলে স্কুল লিভিং সার্টিফিকেট সহ সংরক্ষিত আসনে কাস্ট সার্টিফিকেট এর ফটো কপি জমা করতে হবে, অবশ্যই নিজস্ব স্বাক্ষর তাতে থাকতে হবে। এই ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

publive-image

কোথা থেকে পাওয়া যাবে আবেদনপত্র :-

www.banglarsiksha.gov.in - এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ডাউনলোড করে স্কুলে জমা দিতে হবে। অথবা,

স্কুল ক্যাম্পাস থেকেও বিনামূল্যে এই ফর্ম পাওয়া যাবে।

আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ :- ৭/৬/২০২২ থেকে ১৫/৬/২০২২

মেধাতালিকা প্রকাশ:- ১৭/৬/২০২২

ভর্তির তারিখ :- ২০/৬/২০২২ থেকে ২৮/৬/ ২০২২ সকাল ১১ টা থেকে বিকেল ৪টে।

WBCHSE Guidelines school education class eleven
Advertisment