প্রত্যেক বছর কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি নিয়ে দুর্নীতির অন্ত থাকে না। গতবছর তার নজির ছিল বেশি। টাকা নিয়ে একের পর এক ভর্তির অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এবার সেই দুর্নীতি রুখতে তৎপর হল শিক্ষামহল।
সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি। বৈঠকে ঘোষণা করা হয়, ভর্তির জন্য কোনও ছাত্রছাত্রীকে কলেজ ক্যাম্পাসে আসতে হবে না। ভর্তির সমস্ত প্রক্রিয়াই হবে অনলাইন মাধ্যমে। এমনকি ভর্তির টাকা জমা দিতে হবে অনলাইনেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তির জন্য কোনো অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল
পাশাপাশি বৈঠকে জানানো হয়েছে , বোর্ডের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সমস্ত তালিকা অনলাইনে প্রকাশ করা হবে। কলেজে কোনও ছাত্রসংগঠন হেল্প ডেস্ক ব্যবহার করতে পারবে না। অনলাইনেই মিলবে সমস্ত তথ্য।