বেশ কিছু রাজ্য থেকে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করার আর্জি পৌঁছেছে কেন্দ্রের দরবারে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল গোটা বিষয়টি পুনরায় খতিয়ে দেখছেন।
ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়ক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা স্থগিত করার আর্জি জানিয়েছেন।
পট্টনায়ক যে তথ্যের ভিত্তিতে স্থগিত করার আর্জি জানিয়েছেন তা হল, জাতীয় স্তরের পরীক্ষা সংস্থা (এনটিএ নিবন্ধিত) ওড়িশার কেবল সাতটি শহরে রয়েছে। সেখানে প্রায় ৫০,০০০ পরীক্ষার্থী রয়েছে নিট এবং ৪০,০০০ শিক্ষার্থী রয়েছে জেইই (মেইন) পরীক্ষায়।
পরীক্ষার সময় সম্পর্কে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন মমতা বন্ধ্যোপাধ্য়ায়। গত সপ্তাহে, শীর্ষ আদালত প্রবেশিকা পরীক্ষা স্থগিত না করার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে মঙ্গলবার দূরদর্শনকে দেওয়া সাক্ষাত্্কারে নির্ধারিত সময়ে পরীক্ষা দেওয়ার বিষয়ে স্থির ছিলেন। পরীক্ষা স্থগিত করার কোনও ইঙ্গিত তিনি দেন নি।
Read the full story in English