/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/hs-news.jpg)
প্রতীকী ছবি
দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১০ দিন তাদের সব পরীক্ষা স্থগিত রাখার। বুধবার রাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এক ঘোষণায় জানানো হয়, এই নির্দেশের আওতায় পড়বে সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা, আই এস সির সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং JEE (MAIN)।
Keeping in view the health concerns of students, Hon'ble HRD minister @DrRPNishank has directed CBSE and NIOS to postpone exams and evaluation till 31st March 2020.
He has request all students and parents to follow the health advisory issued by @MoHFW_INDIA.#cbseboardexam2020
— Ministry of HRD (@HRDMinistry) March 18, 2020
এক সরকারি বিবৃতিতে মানবসম্পদ উন্নয়ন সচিব অমিত খারে জানান, "অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষার সূচী বজায় রাখা যেমন জরুরি, তেমনই জরুরি সমস্ত পরীক্ষার্থী, তাদের পরিবার, এবং তাদের শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যের নিরাপত্তা।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/cbse.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/icse.jpeg)
সরকারি নির্দেশ মেনে সিবিএসই জানিয়েছে, ভারতে এবং ভারতের বাইরে ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠেয় তাদের সমস্ত পরীক্ষা স্থগিত রাখবে তারা। আরও বলা হয়েছে, ৩১ মার্চের মধ্যে "পরিস্থিতি পুনর্বিবেচনা করে" পরীক্ষার নতুন নির্ঘণ্ট প্রকাশিত হবে।