Advertisment

বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি, কোন দিন হবে কোন কোন পরীক্ষা?

জানুন কোন দিন হবে কোন পরীক্ষা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই তালমিলিয়ে চলে JEE mains পরীক্ষা। বিজ্ঞান বিভাগীয় ছাত্র ছাত্রীদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়। সেইদিকে নজরপাত করে, বেশ কিছু তারিখের অদল বদল করা হয়েছে।

Advertisment

১৬ই এপ্রিলের পরীক্ষা কেমিস্ট্রি, সাংবাদিকতা এবং গন জ্ঞাপন, সংস্কৃত, আরবি, ফারসি হবে ১৩ই এপ্রিল।

১৮ ই এপ্রিলের স্ট্যাটিসটিক্স, ভূগোল, কষ্টিং এবং ট্যাক্সন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা বদলে গিয়ে হবে ২৫ শে এপ্রিল।
২০ শে এপ্রিলের অর্থনীতি পরীক্ষা হবে ২৬ শে এপ্রিল।
আগে উচ্চ মাধ্যমিকের সময়সূচী ছিল ২রা এপ্রিল থেকে ২০ শে এপ্রিল। এবার সেই দিন পিছিয়ে করা হল ২৬ শে এপ্রিল।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, ২৩ শে এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এনটিএর সূত্রে খবর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গেই জয়েন্টের পরীক্ষা একদিনেই সমস্যার সৃষ্টি করছিল, নবান্নে বৈঠকের পরেই দিন বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কের সঙ্গেই নানান বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন অনেকেই, দুটি পরীক্ষাতেই যাতে তাদের অসুবিধা না হয়, সেই কারনেই এই সিদ্ধান্ত। জয়েন্টের প্রথম দফার প্রবেশিকা পরীক্ষা হবে ১৬ ই এপ্রিল থেকে ২১ শে এপ্রিল দ্বিতীয় দফার পরীক্ষা হবে ২৪শে মে থেকে ২৯শে মে।

হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।

date change hs examination22 routine
Advertisment