Advertisment

দিনবদল জয়েন্ট এন্ট্রান্সের, কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা?

জানুন কবে থেকে কবে পর্যন্ত হবে পরীক্ষা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

ফের দিনবদল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, ১৬ই এপ্রিল এবং শেষ হওয়ার কথা ২১শে এপ্রিল, তবে নয়া নোটিশ অনুযায়ী এবার ২১শে এপ্রিল থেকেই শুরু হবে Jee Mains

Advertisment

জানা গিয়েছে ছাত্রছাত্রীদের অধিকাংশই প্রতিবাদ করাতেই দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিএ সংস্থার তরফে। নয়া ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে ২১,২৪,২৫,২৯শে এপ্রিল এবং মে মাসের ১ ও ৪ তারিখ। তাদের দাবি, বোর্ড পরীক্ষা এবং jee mains এর অনেক পরীক্ষাই একদিনে পড়ে যাচ্ছিল। তাদের এক অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ছাত্র সম্প্রদায়ের লাগাতার প্রতিবাদ এবং তাদের সমর্থনেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

jee mains এর রয়েছে দুটি ভাগ অর্থাৎ, পেপার এক এবং পেপার দুই। যারা আগ্রহী তারা আগামী ৩১শে মার্চ পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। পেপার ওয়ানের পরীক্ষা দেবে যারা বিটেক এবং বিই পরীক্ষায় আগ্রহী, পেপার দুই যারা বি আর্চ এবং বি প্ল্যানিং পরীক্ষা দেবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষায় আবেদন করার আগে ভাল করে সেই সংক্রান্ত বুলেটিন পড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও এর আগে, উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ থেকে পরীক্ষার দিন বদল করা হয়েছিল, সেই ক্ষেত্রেও জানানো হয়েছিল ছাত্রদের যাতে পরীক্ষা নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Education Reschedule jee mains
Advertisment