JEE Main 2019: JEE পরীক্ষার্থীদের জন্য বনধের দিনও ২,২০০টি সরকারি বাস কলকাতার রাস্তায়

Bharat Bandh Today, West Bengal Govt Arranges Special Transport for Aspirants: পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ, অর্থাৎ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০১৯ (JEE Main 2019) পরীক্ষা, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

Bharat Bandh Today, West Bengal Govt Arranges Special Transport for Aspirants: পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ, অর্থাৎ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০১৯ (JEE Main 2019) পরীক্ষা, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Bharat Bandh 2019: পরীক্ষার্থীদের জন্য থাকছে ২২০০ টি বিশেষ বাস

Bharat Bandh Kolkata, WB Govt Arranges Transport Facility for Aspirants: নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের "দমনমূলক নীতির" প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে। আর অন্যদিকে এদিনই শুরু হয়েছে জয়েন্ট এন্টেন্স পরীক্ষা (মেইন)। তবে এই বনধের আঁচ যাতে জয়েন্টের পরীক্ষার্থীদের ওপর না পড়ে, সেই দিক বিবেচনা করেই বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "সরকার পরীক্ষার্থীদের সঙ্গে আছে, যদি তাঁরা কোনও রকম সমস্যায় পড়েন প্রশাসন তাঁদের অবশ্যই সাহায্য করবে।"

Advertisment

এর আগে রবিবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে জানিয়েছিলেন যে, পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না, এবং বনধের দিন প্রায় ২,২০০টি সরকারি বাস নামানো হবে কলকাতার রাস্তায়। পাশাপাশি অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ৩০ শতাংশ বাস হাতে রাখবে সরকার।

প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ অর্থাৎ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে JEE মেইন ২০১৯ পরীক্ষা, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে কিয়স্ক বসানোর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যের জন্যই কিয়স্ক রাখা হয়েছে, সারাক্ষণই কাজ করবে ওই কিয়স্ক, এবং ১২ জানুয়ারি অবধি পরীক্ষা কেন্দ্রগুলিতে সেগুলি বহাল থাকবে।

Advertisment

এই বছর প্রায় ৯.৫ লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় বসছে (JEE Main)। এ প্রসঙ্গে NTA ডিজি, ভিনীত যোশী বলেন, "নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে পৌঁছে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমরা। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘Center Locator’-এর সুবিধা পাবে পরীক্ষার্থীরা।"

Read the full story in English