লকডাউন দেশে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবার দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণি এবং দশম শ্রেণির পরীক্ষার খাতা শিক্ষকদের বাড়িতে বসেই মূল্যায়ন করার ঘোষণা করল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আজ, রবিবার- ১০ মে থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন যে ইতিমধ্যেই ৩ হাজারটি বিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রকের তরফে বলা হয়, পড়ুয়াদের উত্তরের খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং তা পুনরায় সংগ্রহ করে নেওয়া হবে। মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান যে, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পরিবহনে অনুমোদন করেছে। মন্ত্রী টুইটে বলেন, "মোট ১ কোটি ৫০ লক্ষ উত্তরপত্রের মূল্যায়ন হবে এবং গোটা প্রক্রিয়াটি খুব শীঘ্রই মিটিয়ে ফেলা হবে।" মন্ত্রী রমেশ পোখরিয়াল শুক্রবার ঘোষণা করেছেন যে সিবিএসই-এর দশম শ্রেণির এবং দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে।
দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষার মধ্যে বিসনেজ স্টাডিজ, ভূগোল, হিন্দি (কোর), হিন্দি (ইলেক্টিভ), হোম সায়েন্স, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স (পুরাতন), কম্পিউটার সায়েন্স (নতুন), ইনফর্মেশন প্র্যাকটিস (পুরাতন), ইনফর্মেশন প্র্যাকটিস ( নতুন), ইনফর্মেশন টেকনোলজি এবং বায়ো-টেকনোলজি। এছাড়া উত্তর পূর্ব দিল্লির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী যে পরীক্ষা দিতে পারেনি সেগুলিও অনুষ্ঠিত হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জেইই অ্যাডভান্সডের মেধাতালিকা ঘোষণা করার আগে, অগাস্ট-শেষ সপ্তাহের মধ্যে ঘোষিত হবে সিবিএসই ১২ শ্রেণির পরীক্ষার ফলাফল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন